promotional_ad

জিম্বাবুয়ের ক্রিকেট ছাড়লেন মুজারাবানি

promotional_ad

জিম্বাবুইয়ান তরুণ পেসার ব্লেসিং মুজারাবানি জিম্ববুয়ের ক্রিকেটকে হুট করেই বিদায় বলে দিয়েছেন। এই ২১ বছর বয়সী ক্রিকেটার তার নতুন ক্যারিয়ার শুরু করতে চলেছেন ইংল্যান্ডে। এ কারণেই জিম্বাবুয়ের ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


একথা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডকে দেয়া এক বিবৃতিতে মুজারাবানি বলেছেন, তিনি মনে করছেন এখন অন্য চ্যালেঞ্জ নেয়ার জন্য উপযুক্ত সময়। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



promotional_ad

"আমি আমার সাবেক দলের সতীর্থ ও জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য শুভকামনা জানাচ্ছি। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সম্মানিত হয়েছি, কিন্তু আমার মনে হয় যে এটি  ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে অন্য চ্যালেঞ্জ নেয়ার জন্য একটি উপযুক্ত সময়।"


২০১৭ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই জিম্বাবুইয়ান পেসার। এরপর ১৮ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ও ৬ টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে উত্তাপ ছড়িয়েছেন প্রায় সব ম্যাচেই।



ওয়ানডেতে দখল করেছেন ১৮ টি উইকেট। সঙ্গে টি২০ ক্রিকেটে শিকার করেছেন ৯ টি উইকেট। জিম্বাবুয়ের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। তবে সাদা পোষাকে কোনো উইকেটের দেখা পাননি মুজারাবানি। ফলে কিছুটা আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball