promotional_ad

'ভারতের চেয়ে পাকিস্তান ভালো দল'

promotional_ad

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড সফরে যেন নিয়মিত খাঁদের কিনারে গিয়ে ঠেকেছে ভারতের পারফর্মেন্স। ৫ ম্যাচের টেস্ট সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে টেস্ট র‍্যাঙ্কিং এর  ১ নম্বরে থাকা দলটি। 


আর এই কারণে কম কটুকথা শুনতে হচ্ছেনা ভিরাট কোহলিদের। সাবেক ক্রিকেটার থেকে বিশ্ব গনমাধ্যম সবাই যেন সমালোচনার হাঁট বসিয়েছেন ভারতীয় দলটিকে নিয়ে।খোঁচা মারতে ভুলেননি ৩ ফরমেটে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও। 


তিনি বলেন ইংল্যান্ডের মাটিতে ভারতের চেয়ে পাকিস্তান ভালো দল। সেই সঙ্গে পাকিস্তান দল কিভাবে সেখানে গিয়ে সাফল্য পেয়েছিল সেটা নিয়েও কথা বলেন পাক দলপতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন,


'আমি দুইবার ইংল্যান্ড সফরে গিয়েছি এবং দুবারি পাকিস্তান দল ভাল খেলেছে। যে কোনও এশিয়ান দলকে ইংলিশ কন্ডিশনে ভুগতে হয় ।ভারত  ও তার ব্যাতিক্রম নয়। একজন খেলোয়াড় এবং একজন অধিনায়ক হিসাবে, আমি মনে করি আমাদের প্রস্তুতি খুব ভাল ছিল এবং আমরা তার  ফলাফল পেয়েছিলাম' 


promotional_ad

তাই স্পষ্টভাবে ধারণা করা যায় যে সরফরাজ ভারতের পর্যাপ্ত  প্রস্তুতির ঘাটতি দেখছেন। ২০১০ সালের ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ক্রিকেটে  অভিষেক হওয়া এই ক্রিকেটার প্রথম বারের মত মিসবাহ-উল-হকের অধিনায়কত্বে,


২০১৬ সালের গ্রীষ্মে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান  ইংল্যান্ড সফর করেন । তখন প্রত্যাশার থেকেও  ভালো খেলে পাকিস্তান, লর্ডস ও ওভালে  জিতে  ২-২ এ সিরিজ সমতা রেখে সফর শেষ করেন তারা। সরফরাজ যুক্তি দেখান;


আমি মনে করি পাকিস্তানের প্রস্তুতি ভাল ছিল। যদি আমি আমার প্রথম সফর সম্পর্কে বলি (২০১৬ সালে) সিরিজ শুরু হওয়ার ২৫ দিন আগে আমরা ইংল্যান্ডে পৌঁছেছিলাম।  আমাদের একটি ১০ দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর দুটি অনুশীলন ম্যাচ খেলেছিলাম। যা আমাদের অত্যন্ত সাহায্য করেছে। ' 


২০১৮ সালে পাকিস্তান দলের ভার নিজের কাঁধে নিয়েই সফরে যান সারফরাজ আহমেদ। লর্ডসে প্রথম টেস্ট দুর্দান্ত প্রতাপ দেখিয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় তার দল।


যদিও সেই ছন্দ ধরে রাখতে পারেননি তারা দ্বিতীয় টেস্টে  ইনিংস এবং ৫৫ রানের হার নিয়ে  সিরিজ অনিষ্পত্তি রেখেই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।  তবুও প্রতিকূল পরিবেশে পাকিস্তানের জন্য এই পারফর্মেন্স মন্দ বলা যাবেনা। 


অন্যদিকে বরাবরই ইংল্যান্ডে গিয়ে ভারতকে ধুঁকতে হয় ২০১৪ সালেও ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১  এ সিরিজ খোয়াতে হয় তাদের,সেই সফরে ভারত ১ টি ম্যাচ জিততে পরেছিল এবং আরেকটি ড্র করেছিল।


উল্লেখ্য যে,  ভারতের সিরিজ শুরুর পূর্বে ২ টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ১ টি প্রস্তুতি ম্যাচ বাতিল করে দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই সরফরাজ ভারতীয় টিমের প্রস্তুতির যে ঘারতির কথা বলেছেন তা একেবারি ফেলে দেওয়ার মত না বলাই যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball