promotional_ad

সড়ে দাঁড়াতে হচ্ছে সৌরভ-শচীনদের

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কায় রয়েছে সফরকারী ভারত। বাজে পারফর্মেন্সে তোপের মুখে রয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী।


এমন পারফরমেন্স দেখে নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। তারা বোর্ডের বিভিন্ন পদে বড় রদবদলের পরিকল্পনা করছেন। ঢেলে সাজানো হচ্ছে শচীন-সৌরভ-লক্ষণদের নিয়ে সাজানো অ্যাডভাইসারি কমিটিও।


বিনা বেতনে এই তিন সাবেক ক্রিকেটার অনেকদিন ধরেই বিসিসিআইয়ের অ্যাডভাইসার হিসেবে কাজ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে এই তিনজনকেই সরিয়ে দেয়া হচ্ছে। 



promotional_ad

তাদের বদলে যাদের হাতে দায়িত্ব দেয়া হবে তাদের মোটা অঙ্কের বেতনও দেয়া হবে। বোর্ডের একাংশ অবশ্য এই অ্যাডভাইসারি কমিটি বিলুপ্তির পক্ষে। তিনজনের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ রয়েছে। সৌরভ গাঙ্গুলি সিএবি-র সভাপতি।


আবার ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ আবার বিভিন্ন পত্র পত্রিকায় বিশেষজ্ঞের কলাম লেখেন। তাছাড়া আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টরও তিনি।


ফলে বিসিসিআইকে তারা যথেষ্ট সময় দিচ্ছেন না বলে মনে করেন অনেকে। কিংবন্দন্তী ক্রিকেটার শচীনকে নিয়ে এমন অভিযোগ না থাকলেও, তার ছেলে যুব দলে খেলায় তাকে ঘিরেও অনেক প্রশ্ন ডানা মেলছে।



ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোচ অথবা নির্বাচকের কোনও আত্মীয় জাতীয় দলে ঢোকার লড়াইয়ে থাকলে তাকে সেই দায়িত্ব ছাড়তে হয়। সরাসরি অ্যাডভাইসারি কমিটি দল নির্বাচনে ভূমিকা না রাখলেও তাদের মতামত অনেক গুরুত্ব পায়। তাই শচীনকেও পদ হারাতে হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball