টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ছবি:

চলতি আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। এখন সৌম্য সরকারের নেতৃত্বে টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৪ উইকেটের ব্যবধানে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আজকের ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে নির্ধারিত সময়ে টস গড়ায়নি বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা পর টস করতে নামেন দুই অধিনায়ক। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সৌম্য সরকার।

বাংলাদেশ এ (স্কোয়াড):
জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মমিনুল হক।
আয়ারল্যান্ড এ (স্কোয়াড):
স্টুয়ার্ট থম্পসন, উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, কেভিন ও ব্রিয়েন, লোরাকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ট্রাইয়ন কেন, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ, ডেভিড ডেনলি, জেমস শ্যানন।