promotional_ad

পাওনা মেটাবে ক্ষুধার্ত ইংল্যান্ডঃ নাসির

জো রুট, ছবি-সংগ্রহীত
promotional_ad

কন্ডিশনের সুবিধা পাবে ইংল্যান্ড আর ভারত টেস্টে বিশ্বের এক নম্বর দল। স্বভাবতই দুই দলের মধ্যকার সিরিজটা অনেক বেশিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমনটাই প্রত্যাশা করবে সকলে। তেমনই প্রত্যাশা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসাইনও।


কিন্তু সবার কেন্দ্রবিন্দুতে থাকা ভারত বার বারই অসহায় আত্মসমর্পণ করছে ইংল্যান্ডের কাছে। একপ্রকার ভিরাট কোহলির দলকে বাচ্চা মনে হচ্ছে রুট, অ্যান্ডারসনদের কাছে। তাই সাবেক এই ইংলিশ তারকা ব্যাটসম্যান এই সিরিজকে বালকদের বিপক্ষে পুরুষদের সিরিজ বলে আখ্যা দিয়েছেন।


'ইংল্যান্ড যুক্তি সাপেক্ষে এই কন্ডিশনে বিশ্বের সেরা দল। কিন্তু সবার দৃষ্টি ভারতের উপর। তাদেরকে সম্পূর্ণ ভেঙ্গে পড়ার ব্যাপারে সতর্ক হতে হবে। ভারত বিশ্বের এক নম্বর দল এবং এই সিরিজটা টানটান উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এখন সিরিজটা মনে হয় বালক এবং পুরুষের মধ্যে হচ্ছে। তারা ভুল দিকে পরিচালিত হচ্ছে।'


promotional_ad

এজবাস্টনের পর লর্ডসেও বিশাল ব্যবধানে হেরেছে ভারত। তবে লর্ডসে কোহলিদের একটু বেশিই অসহায় মনে হচ্ছিল। তাই নাসির মনে করছেন, ট্রেন্ট ব্রিজে হতে যাওয়া তৃতীয় টেস্ট ভারত হয়ত সহজ ভাবতে পারে।


তবে সেখানে ইংল্যান্ড তারকা পেসার অ্যান্ডারসন হুমকি হতে পারে। পাশাপাশি অজিদের বিপক্ষে এই মাঠে ৮ উইকেট নেয়া বোলার ব্রডও আছেন। সুতরাং এই টেস্টটিও সহজ হবে না বলে ধারনা করছেন ইংলিশ সাবেক অধিনায়ক নাসির।
 
'আমার মনে হয় না এটার (লর্ডস টেস্ট) মতো এত কঠিন হবে। তারাও ভাবতে পারে যতটুকু কঠিন হওয়ার হয়ে গেছে কিন্তু ট্রেন্ট ব্রিজও কিছুটা কঠিন হতে পারে। অ্যান্ডারসন হুমকি হতে পারে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রড ৮-১৫ তে বোলিং করেছে। ইংল্যান্ডের এই ক্রিকেটাররা স্মৃতিচারণ করতে পছন্দ করে। তাই এটা অতটা সহজ হবে না।'


এদিকে ২০১৬ সালে ভারতের মাটিতে ৪-০ তে হেরে এসেছিল ইংল্যান্ড। সেই ঋণ পরিশোধ করার অনেকটাই কাছাকাছি জো রুটের দল। দেশের হয়ে ৯৬ টেস্ট খেলা এই ক্রিকেটার মনে করেন, ইংল্যান্ড অনেক ক্ষুধার্ত এবং তারা তাদের পাওনা পরিশোধ করায় অনেক পটুও বটে। তাঁর ভাষায়,


'ভারতে ৪-০ তে হারার পর এটা ইংল্যান্ডের জন্য ঋণ পরিশোধ করার সময় এবং আমি তাদেরকে ছেড়ে দিতে দেখিনি। আমি দেখেছি তারা অনেক ক্ষুধার্ত একটি দল। সম্মান ফিরিয়ে নেয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। তারা ভালো থেকে আরও ভালো হতে চায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball