পোলার্ডের পরে একই দৃষ্টান্ত স্থাপন মালিকের

ছবি: ছবিঃ- এএফপি

সব ধরনের টি-টুয়েন্টি ক্রিকেটে মিলিয়ে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক। এই তালিকায় তার আগে আছেন ক্রিকেট বিশ্বের তিনটি বড় নাম।
নামগুলো হল ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম ও কাইরন পোলার্ড। সিপিএলে নিজের দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে ৩৮ রান করার পথে এই রেকর্ড গড়েন মালিক।

টি-টুয়েন্টির 'ইউনিভার্স বস' খ্যাত গেইলের বর্তমান রান ১১,৫৭৫। দ্বিতীয়তে থাকা ম্যাককালামের রান ৯১৮৮। তৃতীয়তে আছেন পোলার্ড (৮২২৫ রান)। ৮০৩৪ রান চতুর্থতেই মালিক।
তবে পোলার্ড ও মালিককে আট হাজারী ক্লাবে পৌঁছাতে ভালোই কষ্ট করতে হয়েছে। কেননা এই তালিকার শীর্ষ দুইজনই ওপেনার, অপরদিকে মালিক এবং পোলার্ডকে ব্যাট করতে হয় চার বা পাঁচ নম্বরে।
এই কারণে এই ফরম্যাটে কোন সেঞ্চুরিও করতে পারেননি এই দুজন ব্যাটসম্যান। তবে সামর্থ্যের সবটুকু দিয়ে এই মাইলফলকে পা রেখেছেন তারা। নিঃসন্দেহে দারুণ এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ভিন্ন দেশের এই দুই অলরাউন্ডার।