বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন সুনীল যোশি?

ছবি: সুনীল যোশি

২০১৭ সালের অগাস্টে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশি। সেই থেকে এখন পর্যন্ত টাইগারদের সাথেই আছেন তিনি। তার তত্ত্বাবধানে স্পিনারদের ব্যাপক উন্নতি সাধন হয়েছে।
কিন্তু জানা গেছে বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারেন যোশি। কেননা ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে এরই মধ্যে আবেদন করেছেন এই সাবেক ক্রিকেটার।
এমনকি আবেদনকারীদের সংক্ষিপ্ত বাছাই তালিকার ২০ জনের মধ্যেও আছেন তিনি। গত শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বাছাই পর্বটি অনুষ্ঠিত হয়েছিল। যোশির সাথে এই তালিকায় আরও আছেন সাবেক উইকেটরক্ষক অজয় রাত্রা এবং বিজয় যাদব।

পাশাপাশি ভারতীয় মহিলা দলের সাবেক অধিনায়ক মমতা মাবেন এবং সুমন শর্মাও আছেন কোচ হওয়ার দৌড়ের তালিকায়। তবে জানা গেছে সবথেকে এগিয়ে আছেন যোশি এবং পাওয়ার।
অবসরের আগে ৩১টি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলা পাওয়ার বর্তমানে নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে দেশের হয়ে ১৫টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে খেলা যোশি বাংলাদেশের আগে ওমানের কোচ ছিলেন। এছাড়াও জম্মু ও কাশ্মির, আশাম এবং হায়দ্রাবাদেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
সূত্র- ফাস্ট পোষ্ট