promotional_ad

অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে

বাংলাদেশ দল
promotional_ad

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অনেকদিন ধরেই ৭ নম্বরে। ২০১৫ সালে এই অবস্থানে আসার পর থেকেই জায়গাটা একরকম নিজেদেরই করে নিয়েছে টাইগাররা।


সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩।


সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও বাংলাদেশ দুটি রেটিং পয়েন্ট হারিয়েছে। ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১।


মূলত আইসিসির নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে নিচের দলের সঙ্গে হারলেই রেটিং পয়েন্ট কমে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এবার তাই হয়েছে।



promotional_ad

এদিকে, আগামী মাসে এশিয়া কাপে খেলতে মাঠে নামবে টাইগাররা। এই টুর্নামেন্টে দারুণ খেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ারও সুযোগ আছে বাংলাদেশ দলের।


বর্তমানে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।


আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এই দুই ম্যাচেই জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৪।


এরপর এশিয়া কাপের সুপার ফোর পর্বে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। সেখানে সবগুলো ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের।



এদিকে, আগামী নভেম্বরের আগে অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ নেই ফলে লম্বা সময়ের জন্যই র‍্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball