দাপুটে জয়ে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা

ছবি:

সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফিকা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। সিরিজের চতুর্থ ম্যাচে ৩ রানের জয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে লঙ্কানরা।
শেষ ম্যাচে প্রোটিয়াদের লণ্ডভণ্ড করে দিয়েছে শ্রীলঙ্কা। দাপট দেখিয়ে জিতেছে ১৭৮ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে রান করেন প্রায় সবাই। তবে ইনিংসে বড় করতে ব্যর্থ হন। অধিনায়ক ম্যাথিউস দলের পক্ষে একমাত্র অর্ধশতক হাঁকান।

১১ চার ও ১ ছক্কার মারে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ব্যাট হেসেছে নিরোশান ডিকওয়েলা (৪৩), কুশল মেন্ডিস (৩৮) ও ধনঞ্জয় ডি সিলভার (৩০)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট দখল করেছেন উইলেম মাল্ডার ও আন্দিল হেলুকায়ো।
এছাড়া কাগিসো রাবাদা, জুনিয়র ডালা ও কেশভ মহারাজ নেন একটি করে উইকেট। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই লাকমলের বলে বোল্ড হয়ে আউট হন হাসিম আমলা।
দলীয় অর্ধশতকের আগেই টপ অর্ডারের আরও তিন ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে মার্করাম, ০ রানে হ্যান্ড্রিকস ও ৩ রান করে ক্লাসেন আউট হন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এক প্রান্ত আগলে রেখে খেলে গেলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।
ডি কক আউট হয়েছে ব্যক্তিগত ৫৪ রানে ধনঞ্জয়ার বলে বোল্ড হয়ে। এরপর আবারও ব্যাটসম্যানদের আসা যাওয়া শুরু হলে প্রোটিয়ারা অল আউট হয় ১২১ রানে। শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া একাই দখল করেছেন ৬ উইকেট। ২টি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। ১টি করে উইকেট গেছে লাকমল ও ডি সিলভার ঝুলিতে।