লজ্জার রেকর্ডে বিজয়

ছবি:

লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংস একাই গুটিয়ে দিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। মাত্র ২০ রানের বিনিময়ে দখল করেছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট ধরে রেখেছেন তিনি।
শুরুতেই দুই ভারতীয় ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ভারতের ইনিংসের তৃতীয় ওভারে কোনো রান করার আগেই আউট করেছেন বিজয়কে। আর এর মধ্যে দিয়েই লর্ডসে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন।
আর টানা দুই ইনিংসে কোনো রান না করে আউট হয়ে 'পেয়ারের' সঙ্গী হয়েছে বিজয়। এর আগের ইনিসেও ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন এই ভারতীয় ওপেনার।

দ্বিতীয় ইনিংসে তিনি খেলেছেন ৮ বল। ষষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে এই লজ্জার রেকর্ডে নাম লেখালেন বিজয়। এই রেকর্ডে শিখর ধাওয়ান, বিরেন্দর শেওয়াগ, ওয়াসিম জাফর, ফরিদ ইঞ্জিনিয়ার ও পঙ্কজ রায়ের সঙ্গী হলেন বিজয়।
এর আগে ঠিক ৭ বছর আগে ২০১১ সালের ১২ আগস্ট এই লজ্জার রেকর্ড গড়েছিলেন ভারতীয় ওপেনার বিরেন্দর শেওয়াগ। সেবার অ্যান্ডারসনের অফস্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে অ্যান্ড্রিউ স্ট্রাউসের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি।
১৮৮ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নেমে মাত্র ১ বল খেলেই রানের খাতা খোলার আগে আউট হয়েছিলেন ভারতীয় এই ওপেনার। আর তাতেই মিলেছিল 'পেয়ার'। প্রথম ইনিংসেও কোনো রান করার আগেই আউট হয়েছিলেন শেওয়াগ।
'পেয়ার' পাওয়া চতুর্থ ভারতীয় ওপেনার ছিলেন শেওয়াগ। সাত বছর পর একই দিনে, একই বোলারের বলে আউট হয়ে নতুন ইতিহাস গড়লেন বিজয়।