সাকিব ইস্যুতে অস্ট্রেলিয়ার সাহায্য চাইছে বিসিবি

ছবি: সাকিব ও অপু

সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বর্তমানে বেশ চিন্তার মধ্যে সময় পার করছেন নির্বাচকেরা। আঙ্গুলের চোটের কারণে এশিয়া কাপে আদৌ তাঁর খেলা হবে কিনা এই বিষয় নিয়েই এখন তুমুল আলোচনা চলছে।
টুর্নামেন্টের আগে সাকিবের আঙ্গুলে সার্জারি হচ্ছে কিনা এটাও এখন বড় একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই প্রশ্নের জবাব কিনা জানা নেই স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীরও।
সাকিব সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তাঁরা বলেই জানিয়েছেন। মেলবোর্নে সাকিবের চিকিৎসকের সাথে আলাপ করার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন দেবাশীষ। তিনি বলেন,
'আমরা এখনো সাকিবের ইনজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই নি। আমাদের ফিজিও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এবং তিনি মেলবোর্নে গিয়ে সাকিবের চিকিৎসকের সাথে দেখা করবেন এবং রিপোর্টগুলো দেখাবেন। রিপোর্ট দেখে সেখানকার চিকিৎসক সাকিবকে বলে দিবেন পরবর্তী পরিকল্পনা কি হবে।'

জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের সাথেও অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা আলোচনা করবেন এবং পরামর্শ প্রদান করবেন। আর চিকিৎসকদের সেই পরামর্শের জন্যই অপেক্ষা করছেন দেবাশীষ। তিনি বলেছেন, 'থিহান চন্দ্রমোহন মেলবোর্নে থাকেন। তিনি চিকিৎসকদের সাথে আলোচনা করবেন এবং এরপরে সিদ্ধান্ত নিবেন। আমরা তাদের পরামর্শের জন্য অপেক্ষা করছি।'
বিসিবির এই চিকিৎসক কথা বলেন ইনজুরিতে পরা নাজমুল ইসলাম অপু সম্পর্কেও। উইন্ডিজ সফরে চ্যাডউইক ওয়ালটনের পায়ের চাপে হাতে গুরুতর চোট পেয়েছিলেন অপু। পরবর্তীতে ২৫টি সেলাই দিতে হয় তাঁর বাঁহাতে। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে আছেন তিনি। অপু প্রসঙ্গে দেবাশীষের ভাষ্য,
'অপু বর্তমানে তাঁর বাড়িতে রয়েছে। আগামী দুই কিংবা তিন দিনের মধ্যে সে আমাদের সাথে দেখা করবে। তাঁর হাতে বেশ কিছু সেলাই পরেছে এবং সেলাই কাটার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।'
সাকিবের মতো আগামী মাসের এশিয়া কাপে অপু অংশ নিতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে সংশয়। এই ব্যাপারটি এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি দেবাশীষ। শুধু জানিয়েছেন বাঁহাতি এই স্পিনারের একটি ক্ষত যথেষ্টই গুরুতর। এর কারণে সেলাই কাটার পর তবেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তাঁর ভাষায়,
'এশিয়া কাপে সে অংশগ্রহণ করতে পারবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তাঁর তিনটি ক্ষততে খুব বেশি সমস্যা নেই, তবে আরেকটি যেটি আছে সেটি একটু বেশি গুরুতর এবং সেলাই কাটার পরে আমাদের তাঁর হাতের অবস্থা আগে দেখতে হবে।'