promotional_ad

'অভিভাবক' বিসিবির কাছে রাব্বির আবেদন

কামরুল ইসলাম রাব্বি
promotional_ad

অন্যান্য অনেক খেলার মতো ক্রিকেটেও খারাপ ফর্ম একটি সাধারণ বিষয়। কিন্তু এই বিষয়টিই হয়তো বুঝতে চান না অনেক সমর্থক। ক্রিকেটাররা কয়েকটি ম্যাচে খারাপ করলেই তাদের পিন্ডি চটকাতে যেন ব্যস্ত হয়ে পড়েন তারা।


এমনকি এক্ষেত্রে অনেক সময় বোর্ডও আস্থা হারিয়ে ফেলে সেসকল ক্রিকেটারদের ওপর থেকে। বাংলাদেশ ক্রিকেট দলের পেসার কামরুল ইসলাম রাব্বি তাই মনে করছেন ক্রিকেটারদের কাছ থেকে ভালো কিছু আশা করতে হলে তাদের ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ।


বিশেষ করে পেসারদের প্রতি বোর্ডের আত্মবিশ্বাস না থাকলে উঠে দাঁড়ানো সম্ভব হবে না বলে বিশ্বাস করেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ব্যাপারে রাব্বি বলেন,  


'নির্ভরতা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা পেসার আছি তাদের উপর আত্মবিশ্বাসটা থাকতে হবে। ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। আমাদের সেই অনূর্ধ্ব-১৯ থেকেই দেখে আসছে।'


তবে বোর্ডের পাশাপাশি নিজেদের তাগিদেও ভালো খেলা প্রয়োজন বলে বিশ্বাস রাব্বির। তাঁর মতে ক্রিকেটারদের প্রতি যে পরিমাণ অর্থ বোর্ড খরচ করছে এতে সকলেরই দায়িত্ব নিয়ে খেলা উচিৎ। ডানহাতি এই পেসারের ভাষায়, 



promotional_ad

'আমাদের পেছনে বোর্ডের এত ইনভেস্টমেন্ট, আমাদেরও ভালো কিছু দেখানো উচিত। আমরা এ দল, হাই পারফর্মেন্স, জাতীয় দলের হয়ে খেলছি, সফর করছি। আমাদেরও নিজেদের দিক থেকে কিছু দায়িত্ববোধ থাকতে হবে।'


শুধু তাই নয়, ক্রিকেটার হিসেবে নিজের জন্যও কিছু করা উচিৎ বলে মতামত রাব্বির। আর এর জন্য যে কঠোর পরিশ্রম প্রয়োজন সেটাও মানছেন তিনি। এক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজাকে আদর্শ হিসেবে মানছেন ২৬ বছর বয়সী এই পেসার। তাঁর ভাষায়,  


'নিজের জন্যও কিছু করা উচিত, যখন খেলা শেষ করব তখন তো বলতে পারব যে আমি কিছু একটা করেছি। আমার মনে হয় কঠোর পরিশ্রমটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন মাশরাফি ভাই আজ খুবই ভালো করছে, তাকে দেখে আমাদের শেখা উচিত। বুঝা উচিত, আমরা চাইলেই পারি। কারন আমাদের দেশের একজন যদি করে দেখাতে পারে তাহলে আমরা বাকিরা কেন পারব না।'


রাব্বি কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের পেসারদের উচ্চতা নিয়েও। উচ্চতার দিক থেকে ক্যারিবিয়ানরা বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু এরপরেও ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজে তারা পরাজিত হয়েছে টাইগারদের কাছে। আর এই কারণেই উচ্চতা নিয়ে ভাবতে মানা করলেন রাব্বি। তাঁর বক্তব্য,  


'আমাদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে চিন্তা না করে আমাদের শক্তি নিয়ে চিন্তা করা উচিত। আপনি দেখবেন ওয়ানডে, টি-টুয়েন্টিতে ওদের লম্বা বোলারদের কিন্তু পাত্তা দেই নি। আমরা ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ জিতেছি তখন কেউ বলে নি যে আমাদের বোলার থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব লম্বা বা ওরা অনেক ভালো।'



তবে টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর বোলারদের উচ্চতাকেই মূল সমস্যা হিসেবে দাবি করেছিলেন অনেকে। এমনকি কোচ স্টিভ রোডসও দেশে ফেরার পর দুই দেশের বোলারদের উচ্চতা নিয়ে কথা বলেছেন।


এমনকি বাংলাদেশে বেশি উচ্চতার বোলার খোঁজার কথাও জানিয়েছেন তিনি। এখানেই আসলে মূল আপত্তি রাব্বির। ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ জয়ের পর এমন কথা ওঠেনি উল্লেখ করে এই পেসার বলেছেন,


'ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ জয়ের পর কিন্তু কোচও এই কথা বলে নি। আমাদের মাশরাফি ভাই, রুবেলরাই কিন্তু সেখানে ভালো করছে। আমাদেরও ভালো করা সম্ভব, শুধু আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball