promotional_ad

'তার শুন্যতা পূরণ হবার নয়'

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার মরদেহ ভারত থেকে দেশের আনার পরে বিসিবি প্রাঙ্গণে আনা হয়েছে। 


যেখানে জীবনের অনেক লম্বা সময় কাটিয়েছেন সেই কর্মস্থলে তাকে শেষবারের মতো সম্মান জানাতে ভিড় করেছেন তার ভক্ত অনুরাগীসহ বিসিবির সকল পর্যায়ের কর্মকর্তারা। বিসিবি প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবার এশার নামাজের পরে।


তাকে নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কথা থেকেই জানা যায়, খুব দ্রুতই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বানানো হচ্ছে না কাউকে। এক্ষেত্রে সময় নিতে চায় বিসিবি। 



promotional_ad

'কাউকে না কাউকে তো উনার স্থানে বসতেই হবে। কিন্তু উনার অনুপস্থিতি আমাদের অনেক ভোগাবে। যখন আমরা বিপিএলের মিটিং শুরু করবো আর যখন বিপিএল চলবে, তখন যখন দেখবো উনি আমাদের সাথে নাই, তখন আমরা শুন্যতা অনুভব করবো।


'তারপরেও উনার স্মরণে আমরা উনার কাজটা এগিয়ে নিয়ে যাবো। উনার চেয়ারকে আমরা সম্মান দিয়ে যাবো। এতো দ্রুত ওখানে কাউকে বসানোর কথা আমরা ভাবতে পারছি না। এটা নিয়ে বোর্ড দেখবে। তবে তার জায়গায় অন্য কাউকে বসানো আমাদের জন্য খুব কঠিন।'


উল্লেখ্য, গত ৮ই আগস্ট রাত প্রায় ১১ টায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। দেশের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠক লিভার ও কিডনির সমস্যায়  ভুগছিলেন বেশ কিছুদিন যাবত। 



এরপরে গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু অবস্থার উন্নতি না ঘটায় শেষপর্যন্ত মৃত্যুর কাছেই হার মানেন বরেণ্য এই ক্রীড়া সংগঠক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball