জাকির-মিজানুরের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের

ছবি:

আয়ারল্যান্ড সফরে ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আজ মাঠে নেমেছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ দল। অন্যদিকে আইরিশদের লক্ষ্য এই ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করা।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক মমিনুল হক। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জাকির হাসান ও মিজানুর রহমানের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ দল।

৪ ওভার শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৮ রান।
বাংলাদেশ এ (একাদশ): মিজানুর রহমান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মমিনুল হক (অধিনায়ক), আল আমিন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, ফজলে মাহমুদ, সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড এ (একাদশ): জেমস শ্যানন, এন্ড্রু বালবিরনি, হ্যারি টেক্টর (অধিনায়ক), সিমি সিং, লরাকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম কেনেডি, শেন গ্রেকেট, জনাথন গ্যাথ, ডেভিড ডেলেনি, পিটার চেজ।