মমিনুলে ভবিষ্যৎ দেখছেন সাকিব

ছবি: মমিনুল হক, ছবি - ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে খুবই বাজে সময় কেটেছে টাইগার ব্যাটসম্যান মমিনুল হকের। দুইটি টেস্টের কোনটিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক হয়ে গিয়েছেন আয়ারল্যান্ডে। সেখানেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি। প্রথম তিন ম্যাচে তেমন না জ্বলে উঠলেও সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল।
১৩৩ বলে ২৭ টি চার ও তিনটি বিশাল ছক্কায় ১৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। রানআউট হয়ে ফিরে না গেলে এদিনে হয়তো ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যেতেন মমিনুল।

এদিকে মমিনুলের এই পারফর্মেন্সে সন্তুষ্ট জাতীয় দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। উইন্ডিজ সিরিজ শেষ করে দেশে ফিরে মমিনুলের ইনিংস প্রসঙ্গে সাকিব জানান
'এ দলে যারা থাকে পরবর্তী জাতীয় দলের জন্য বিবেচনা করেই আসলে এ দল করা হয়। কাজেই ওখানে যারা রান করে, কিংবা দল ভাল করলে সেটা অবশ্যই জাতীয় দলের জন্য ভাল।'
এদিকে তিনটি সিরিজের মধ্যে দুটি সিরিজেই বাংলাদেশ জয়ী হওয়াতে দারুন আত্মবিশ্বাসী দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। আসন্ন এশিয়া কাপে ভালো ফলাফল করতে এই আত্মবিশ্বাস কাজে দিবে বলে মনে করেন সাকিব।
'আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভাল সিরিজের পর আমি বিশ্বাস করি এখান থেকে হয়ত নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারি। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দিবে।'