promotional_ad

রুটের আত্মবিশ্বাস আর কোহলির দুশ্চিন্তা একই জায়গায়

বিরাট কোহলি ও জো রুট। ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

লর্ডস টেস্ট শুরুর আগে মানসিকভাবে দারুণ চাঙ্গা ইংলিশ অধিনায়ক জো রুট। কেননা সিরিজের প্রথম টেস্টটি জিতে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তার দল।


আর সেই টেস্টে খারাপ অবস্থান থেকেই দলের জয় ছিনিয়ে এনেছিল ইংলিশ বোলাররা। লর্ডস টেস্টের আগে তাই অনেকটাই নির্ভার রুট। সাংবাদিকদের সামনে ম্যাচের আগের দিন জানান,


'আমরা আমাদের সেরা অবস্থানে ছিলাম না। তবে হটাত করেই আমরা ম্যাচে ফিরে যাই। অনেক চাপে আমরা ম্যাচটি নিজেদের করে নিয়েছি, যা আমাদের ড্রেসিং রুমে অনেক আত্মবিশ্বাস এনে দিচ্ছে।



promotional_ad

'এটাই প্রমাণ করে ম্যাচ বদলে দেওয়ার বেশ কয়েকজন আছে আমাদের ড্রেসিং রুমে। ছোটো কিছু জায়গায় যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে আগের চাইতেও ভালো খেলবো আমরা।'


এদিকে রুটের আত্মবিশ্বাসের জায়গাতেই কিছুটা দুশ্চিন্তায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচে অনেক কাছে গিয়েও জয় পায়নি ভারত, এজন্যই বাড়তি দুশ্চিন্তা কোহলির। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বের করার মধ্যেই নির্ভর করবে দলের জয়। 


'এটা হতাশাজনক যে আমরা অনেক কাছে গিয়েও জিততে পারিনি। আমরা দল হিসেবে এখন সেটাই দেখছি, কিভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলা যায়। আমি, রাহানে, বিজয়, রাহুল রান পেলাম কিনা এটা দেখার বিষয় নয়। আমরা চাপ সামলে জয় পাচ্ছি কিনা এটাই দেখতে হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball