ক্যারিয়ার সেরা স্কোরে মমিনুল

ছবি:

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। দুই টেস্টের বলার মতো কিছু করতে পারেননি। তবে তার প্রতি বিশ্বাস হারাননি নির্বাচকরা। তাকে বাংলাদেশ এ দলের অধিনায়ক করে পাঠানো হয়েছে আয়ারল্যান্ডে।
সেখানেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি। প্রথম তিন ম্যাচে ভালো শুরু পরও ইনিংস বড় করতে পারছিলেন না তিনি। তবে সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল।
মাত্র ৩৯ বল খেলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন তিনি। ব্যক্তিগত মাইলফলকের পর জাকিরের সাথে দ্বিশত রানের জুটিও গড়েছেন এ দলের এই অধিনায়ক। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছেন ২১০ রান।

এই জুটি গড়ার পথে মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই ইনিংসটি মমিনুলের ক্যারিয়ারের চতুর্থ লিস্ট এ সেঞ্চুরি এই রিপোর্ট লেখা পর্যন্ত মমিনুল ১৫৮ রান করে অপরাজিত আছেন। যা তার লিস্ট এ ক্যারিয়ারের সেরা ইনিংস।
এর আগে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৫২ রান। এই ইনিংস খেলার পথে এই টাইগার ব্যাটসম্যান ২ টি ছয় ও ২৪ টি চারের মার মেড়েছেন। মূলত বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডেতে মমিনুলকে বিবেচনা করা হচ্ছে। ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এ দলকে আয়ারল্যান্ড সফরে পাঠানো হয়েছে।
এখানে ভালো করলেই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে ক্রিকেটারদের। এমন বার্তা আগেই দেয়া ছিল বোর্ডের পক্ষ থেকে। দারুণ সেঞ্চুরির পর বলাই যাচ্ছে মমিনুলের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার।