কিপার সোহানের কি হলো?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের একাদশে ছিলেন তিনজন উইকেটরক্ষক। অভিজ্ঞ মুশফিকুর রহীমের সঙ্গী ছিলেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। তবে, দেশের সবচেয়ে সম্ভাবনাময় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে গ্লাভস হাতে মাঠে নামেন সোহান।
প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৪৩ রানে অল আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ১৪৪ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে ম্যাচের একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংস হাঁকিয়েছিলেন।
দলকে পার করিয়েছেন তিন অঙ্ক। দারুণ এই ইনিংসে সবার নজর কেড়ে নিলেও সাত ব্যাটসম্যান ফর্মুলায় মুশফিক-লিটনের সাথে সোহানকে নেয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশ্য প্রশ্নের সুযোগ তিনি নিজেই করে দিয়েছিলেন।

কামরুল ইসলাম রাব্বির বলে স্মিথের সহজ ক্যাচ ছেড়েছেন দেশসেরা উইকেটকিপার বলে বিবেচিত সোহান। সঙ্গে একটি স্ট্যাম্পিংও মিস করেছেন তিনি। প্রশ্ন থাকলেও দ্বিতীয় ম্যাচেও তাকে সুযোগ দেয়া হয়।
জ্যামাইকা টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানের আত্মবিশ্বাস দ্বিগুণ করেছেন এই উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তিনটি স্টাম্পিং করে এ তরুণ নাম লিখিয়েছেন রেকর্ডবুকেও!
তারপরও নির্বাচকরা তার পারফর্মেন্সে খুব একটা খুশি হতে পারছেন না। কারণ বাংলাদেশ এ দলের চলমান আয়ারল্যান্ড সফরে সোহানের কিপিং গ্লাভস ছেঁড়া জাল হয়ে ধরা দিয়েছে।
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন তিনি। তৃতীয় ম্যাচেও স্ট্যাম্পিংয়ের সুযোগ মিস করেছেন। ফলে সিরিজের চতুর্থ ম্যাচে এ দলের উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে আরেক উইকেটরক্ষক জাকির হাসানকে।
এছাড়া, গ্লাভস হাতে দেখা মিলতে পারে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ মিথুনকেও। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এ দলকে নেতৃত্ব দিলেও তিনি খেলেছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই।