জিতলেই এগিয়ে যাবে মমিনুলরা

ছবি: সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আছে দুই দল। ছবিঃ- সংগৃহীত

আয়ারল্যান্ডে পাঁচটি আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ শেষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ শেষে ১-১ ব্যবধানে সমতায় আছে দুই দল।
গত বুধবার উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টির বাঁধায় পণ্ড হয়েছে ম্যাচটি। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে খেলা হয়েছে মোটে ৫ ওভার। এরপর বৃষ্টির কারণে আর একটি বলও মাঠে গড়ায়নি।
এরপরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একই মাঠে খেলতে নেমেছিল দুই দল। এবারের ম্যাচে বাংলাদেশ 'এ' দল জিতেছে ৮৭ রানে। তৃতীয় ম্যাচটিতে ৩৫ রানের ব্যবধানে হেরেছে 'এ' দলের ক্রিকেটাররা।
এদিকে আগামী বুধবার (৮.৮.১৮) সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ডাবলিনে দ্যা হিলস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে খেলতে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩.৪৫ মিনিটে। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ এ দলের নেতৃত্ব দিচ্ছেন মমিনুল হক।
টি-টুয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এই দুজনের সঙ্গে দলে আছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলামের মতো জাতীয় দল মাতানো ক্রিকেটাররা।
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলঃ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, সাঈফ উদ্দিন, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচিঃ-
১ম ওয়ানডে – ১ আগস্ট
২য় ওয়ানডে – ৩ আগস্ট
৩য় ওয়ানডে – ৫ আগস্ট
৪র্থ ওয়ানডে – ৮ আগস্ট
৫ম ওয়ানডে – ১০ আগস্ট
১ম টি-টোয়েন্টি – ১৩ আগস্ট
২য় টি-টোয়েন্টি – ১৫ আগস্ট
৩য় টি-টোয়েন্টি – ১৭ আগস্ট