ডি ককই হচ্ছেন আফ্রিকার অধিনায়ক?

ছবি: ছবিঃ- এএফপি

পাঁচ ম্যাচ সিরিজে ইতিমধ্যেই ০-৩ ব্যবধানে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের বাকী দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ওয়ানডে সিরিজের পরে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও শ্রীলংকার বিপক্ষে নামা হবে না তার। কেননা সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় (ক্যাচের সময়) ডান কাঁধে ইনজুরিগ্রস্ত হন প্লেসিস।
তাৎক্ষনিকভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। আর সোমবার দিন জানা গেল, ইনজুরি সারতে আরও ছয় সপ্তাহের মতো সময় লাগবে প্রোটিয়া অধিনায়কের। আর তাই চলতি সিরিজে খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার এমনটা নিশ্চিত করেছে। এদিকে প্লেসিসের ইনজুরিতে একাদশে নতুন কোনো ক্রিকেটার যোগ দিবেন না, এমনটাও জানা গিয়েছে।
যদিও এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে প্লেসিসের ইনজুরিতে অধিনায়কত্ব পেতে পারেন দলের উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
সিরিজের তৃতীয় ম্যাচে প্লেসিস না থাকাকালীন সময়ে অধিনায়কত্ব করেছিলেন কক। দুটো রিভিউ নিয়েছিলেন তিনি এবং দুটোতেই সাফল্যের মুখ দেখে তার সিদ্ধান্ত। মঙ্গলবারেই অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হতে পারে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: হাশিম আমলা, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রিজা হেন্ড্রিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার,উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আন্ডিল ফেলাকুয়াও, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।