র্যাঙ্কিংয়ে পুরস্কৃত ব্যাটসম্যানরা

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা তারা ধরে রেখেছেন টি-টুয়েন্টি সিরিজেও।
আর মাঠের দারুণ পারফর্মেন্স র্যাঙ্কিংয়েও পুরস্কৃত করছে এই দুই বাংলাদেশী ক্রিকেটারকে। আইসিসি টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই বাঁহাতি ব্যাটসম্যানই এগিয়েছেন।
পুরো সিরিজে ১০৩ রান আসে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে। ফলে ৫৩ নম্বর অবস্থান থেকে আট ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন সদ্য সমাপ্ত এই সিরিজের সেরা খেলোয়াড়।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে শুন্য রান করলেও সিরিজ শেষে তামিমের নামের পাশে ৯৫ রান। ছয় ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। ৪৫ নম্বর অবস্থান থেকে ৩৯ নম্বরে উঠে এসেছেন দেশসেরা এই ওপেনার।
এদিকে সিরিজের শেষ ম্যাচে ৩২ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন লিটন দাস। র্যাঙ্কিংয়ে পুরস্কৃত হয়েছেন তিনিও। ২২ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ৭১ নম্বরে।
সিরিজে বাকিদের ভালো পারফর্মেন্সে তুলনামূলক আড়াল ছিল মাহমুদউল্লাহর পারফর্মেন্স। ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংস তাকে পৌঁছে দিয়েছে তিন ধাপ সামনে (৩৬ নম্বরে)।