ইমরান খান-সাঙ্গাকারাদের পেছনে ফেললেন সাকিব

ছবি:

রবিবার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২ বছর পূর্ণ হয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানের। আর বিশেষ এই দিনে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল।
দলের সিরিজ জয়ের দিনে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সাকিব। আর এই সিরিজ সেরা হওয়ার দিনেই আরও একটি মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন তিনি।
এই নিয়ে এই ফরম্যাটে দ্বিতীয় বারের মত সিরিজ সেরা হয়েছেন সাকিব। দেশের বাইরে দুইবারের সঙ্গে সব মিলিয়ে ১১তম বার সিরিজ সেরার পুরস্কার পেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আর ১১তম বার সিরিজ সেরা হওয়ার দিন সাকিব পেছনে ফেলেছেন ইমরান খান, হাশিম আমলা, সৌরভ গাঙ্গুলি, এবি ডি ভিলিয়ার্স, ওয়াসিম আকরাম, তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাদের। এরা সকলেই ১০বারের মত সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।
সাকিবের চেয়ে বেশিবার সিরিজসেরা হয়েছেন মাত্র ৪ জন ক্রিকেটার। এরা হলেন শচীন টেন্ডুলকার (২০), জ্যাক ক্যালিস (১৫) ভিরাট কোহলি/ সনাথ জয়সুরিয়া (১৩)। আর তার সমান ১১ বার সিরিজ সেরা হয়েছেন শন পোলক, ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল, রিকি পন্টিং ও মুত্তিয়াহ মুরালিধরনরা।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৩১০টি ম্যাচ খেলেছে সাকিব। ১১ বার সিরিজসেরার পুরস্কারের মধ্যে টি-টোয়েন্টিতে দুই??ার টেস্টে চার ও ওয়ানডেতে পাঁচ বার জিতেছেন।