বাংলাদেশের দ্বাদশ খেলোয়াড় ফ্লোরিডার দর্শক

ছবি:

বাংলাদেশ দল টি-টুয়েন্টি ফরম্যাটে এখনও পরিপক্ব হয়ে উঠেনি। ওয়ানডের তুলনায় এই ফরম্যাটে বাংলাদেশ একটু কম শক্ত দল, এটা বললে ভুল হবেনা। তবে রবিবার উইন্ডিজদের বিপক্ষে এই ফরম্যাটেই সিরিজ জিতেছে সাকিব আল হাসানের দল।
আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান মনে করেন, এই সিরিজ জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস প্রদান করবে। আর এই সিরিজ দিয়েই হয়তো বাংলাদেশের টি-টুয়েন্টিতে উন্নতি শুরু হবে। সেই সঙ্গে টেস্টেও ওয়ানডের মত উন্নতি করতে চান তারা।
রবিবার সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এসব নিয়েই কথা বলেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এই সিরিজ জয়কে ভিন্ন চোখে দেখা সাকিব সেখানে জানান,

'আমরা গত ৩-৪ বছর ধরে ওয়ানডেতে ভালো করছি, বিশেষ করে ২০১৫ বিশ্বকাপ থেকে। এই টি টুয়েন্টি সিরিজটি এখন আমাদের আত্মবিশ্বাস প্রদান করবে যে আমরা টি টুয়েন্টিতেও ভালো খেলতে পারি। এখন আমাদের টেস্ট ক্রিকেটকে নিয়ে কাজ করতে হবে।'
এদিকে ফ্লোরিডায় খেলার সময় সাকিবদের একবারো মনে হয়নি তারা দেশের বাইরে আছেন। দর্শকদের তাদের সমর্থন দেয়ার জন্য ধন্যবাদও জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। দর্শকরা তাদের দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করেছে বলেও জানান সাকিব। তার ভাষায়,
'আমরা এরই মধ্যে দেশের মাটিতে ভালো খেলা শুরু করেছি, এখন আমাদের বাইরেও টেস্ট ম্যাচ জিততে হবে। আমাদের কখনোই মনে হয়নি আমরা দেশের বাইরে আছি। এর জন্য ধন্যবাদ এখানকার সমর্থকদের। তাঁরা ছিলো অনেকটা ১২তম খেলোয়াড়ের মতো।'