promotional_ad

সাকিব বাহিনীর স্তুতিতে ক্যারিবিয়ান অধিনায়ক

বাংলাদেশ দল
promotional_ad

ওয়ানডে সিরিজের পর এবার টি-টুয়েন্টি সিরিজেও হার। ক্যারিবিয়ানদের কাছ থেকে হয়ত সীমিত ওভারের এই ফরম্যাটে এমন প্রত্যাশা ছিলনা অনেকেরই। তবে সব কিছু ছাপিয়ে এ পরাজয়ে প্রতিপক্ষ দল বাংলাদেশকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন উইন্ডিজ দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।


ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টাইগারদের দেয়া ১৮৫ রানের লক্ষ্য হয়তো খুব সহজেই টপকাতে পারতো ক্যারিবিয়ানরা। কিন্তু শেষের দিকে ব্যাটসম্যানের ঘাটতির কারণে এই লক্ষ্য অনেক বেশি কঠিন হয়ে যায় বলে মনে করছেন উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট।


শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৯ রানে পরাজিত হতে হয় উইন্ডিজকে। তবে তামিম, লিটনের ঝড়ো ব্যাটিংয়ের পরও ১৮৪ রানে টাইগারদের আটকে দেয়াটাকে নিজেদের সাফল্য হিসেবেই দেখছেন ক্যারিবিয়ান অধিনায়ক। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 


promotional_ad

'যখন শেষ তিন ওভারে ৩০-৪০ রান প্রয়োজন ছিলো, আমরা সেই পরিস্থিতি থেকেও ম্যাচ জিততে পারতাম। আমরা যথেষ্ট উইকেট হাতে রাখতে পারিনি, তবে বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ১৮৫ রানে বাংলাদেশকে আটকে রাখাটা আসলেই অবিশ্বাস্য ছিলো।'


তবে প্রতিপক্ষ বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি ব্র্যাথওয়েট। তাঁর ভাষ্যমতে, 'আমরা সর্বদা বলতে পারি যে আমরা ভিন্নভাবে খেলতে পারতাম অথবা অন্যভাবে বল করতে পারতাম, কিন্তু একজন অধিনায়ক হিসেবে কখনো কখনো প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হয়।'


এছাড়াও নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আরও গুরুত্ব দিতে হবে বলে বিশ্বাস করেন ক্যারিবিয়ান অধিনায়ক। আর বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে সিরিজের পূর্বেই এ নিয়ে সবাইকে ভাবার পরামর্শও দিয়েছেন তিনি। তবে আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ক্রিকেটাররা নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুত করতে চাইবে বলেই মনে করছেন তিনি। বলেছেন, 


'এই ম্যাচে অ্যাসলে নার্স দুর্দান্ত ছিলো। আমাদের পরিকল্পনা নিয়ে আরো নিশ্চিত হতে হবে। বাংলাদেশ এবং ভারতে যাওয়ার আগে সেটা ঠিক করাই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আমরা সিপিএলে খেলবো, যেখানে বেশিরভাগ ক্রিকেটার তাঁদের পরিকল্পনা কাজে লাগাতে চাইবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball