সাব্বির-রাহীদেরও প্রশংসায় সাকিব

ছবি:

দলীয় প্রচেষ্টা আর আত্মবিশ্বাসই উইন্ডিজদের মাটিতে বাংলাদেশের সাফল্যের মূল হাতিয়ার। এমনটাই জানিয়েছেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান।
রবিবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল। আর দলের এই জয়ে দারুন উচ্ছ্বসিত টাইগার শিবির। টেস্ট সিরিজে বাজে পারফর্মেন্সকে পেছনে ফেলতে এই জয় বড় ভুমিকা রাখবে।
এমনটাই আশা করছেন সাকিব। কিন্তু ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয়া বাংলাদেশ দলকে টেস্টে আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন এই টাইগার অলরাউন্ডার।

রবিবার বৃষ্টি আইনে উইন্ডিজদের ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এসব নিয়েই কথা বলেছেন সাকিব। সেখানে এসে আরও জানিয়েছেন নিজেদের পুরোদমে মেলে ধরতে পেরেছেন দেখেই সিরিজ জিতেছে তার দল। তার ভাষায়,
'অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল ছেলেদের। প্রথম ম্যাচে পরাজয়ের পর, আমরা আমাদের স্বরূপ দেখাতে পেরেছি। সকলেরই বিশ্বাস ছিল আমরা ফিরে আসবো। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছি এবং আমাদের স্বরূপ তুলে ধরতে সক্ষম হয়েছি।'
এদিকে পুরো টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সের জন্য সিরিজ সেরা নির্বাচ??ত হয়েছেন সাকিব। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের সবাইকে প্রশংসায় ভাসান তিনি। সবাই নিজেদের সর্বাত্মক চেষ্টা করেছেন বলেও জানান সাকিব। এমনকি একাদশে যারা জায়গা পাননি তারাও চেষ্টা করেছে দলকে সাহায্য করার। তার ভাষায়,
'আমি মনে করি পুরো সিরিজে আমি ভালো ব্যাটিং করেছি। আমি বল ভালোভাবে হিট করতে পেরেছি, যা আমাকে সাহায্য করেছে বোলিং ভালো করতে এবং অধিনায়কত্বতে। এমনকি যারা একাদশে ছিলেন না তারাও তারাও আপ্রান চেষ্টা করেছে যেভাবে পারে সাহায্য করতে। আর বেশি কিছু চাওয়ার নেই এখানে।'