আয়ারল্যান্??ের বিপক্ষে বাংলাদেশের হতাশার হার

ছবি: ছবি - সংগৃহীত

আয়ারল্যান্ড সফরে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৩৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ এ দল। উলভসের দেয়া ২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ এ দল অল আউট হয়েছে ২১১ রানে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৭ রানে তারা ওপেনার জাকির হাসানের উইকেট হারায়। জাকির মাত্র ৮ রান করে ফিরে যান সাজঘরে। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন সাইফ হাসান ও এ দলের অধিনায়ক মমিনুল হক।
সাইফ ৩৪ রান করে ম্যাকব্রেইনের শিকার হলে ৬৫ রানের এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে খুব বেশিক্ষণ মমিনুলকে সঙ্গ দিতে পারেননি মোহাম্মদ মিথুন। তিনি ২৩ রান করে আউট হয়েছেন। মমিনুল নিজেও ফিরে গেছেন ৪৬ রান করে।
এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। আল-আমিন ২২, রাব্বি ৯ ও নুরুল হাসান কোনো রান তোলার আগেই আউট হয়েছেন। তিনজনকেই নিজের শিকার বানিয়েছেন কেন। অষ্টম উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান সাইফউদ্দিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সাইফউদ্দিন ২৭ ও শরিফুল ২৬ রান করে ফিরে গেলে আর জয় পাওয়া হয়নি বাংলাদেশ দলের। আয়ারল্যান্ড উলভসের হয়ে টেরন কেন একাই নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট দখল করেছেন ম্যাকব্রেইন ও ম্যাকার্থি।
এর আগে, এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক মমিনুল হক। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড উলভসের।

তারা দলীয় ১ রানের মাথায় ওপেনার জেমস শ্যাননের উইকেট হারায়। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই তাকে সাজঘরে ফিরিয়েছেন পেসার খালেদ আহমেদ। এরপর অধিনায়ক বালবিরনির সাথে যোগ দেন হ্যারি টেক্টর।
এই দুজনের জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সানজামুল ইসলাম। রান তোলার আগেই টেক্টরকে মমিনুলের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। এরপর থম্পসনকে সঙ্গে নিয়া প্রাথমিক বিপর্যয় সামাল দেন বালবিরনি।
দলীয় অর্ধশতকের পর ২৭ রান করা অধিনায়ক বালবিরনির উইকেট হারায় আয়ারল্যান্ড। তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে। চতুর্থ উইকেটে ১০৩ রানের একটি বড় জুটি গড়েন থম্পসন ও ম্যাকব্রেইন।
অর্ধশতক তুলে নেয়ার পর ব্যক্তিগত ৬৯ রানে থম্পসন সাইফ হাসানের বলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ম্যাকব্রেইন ৫৮ তান করে পেসার খালেদ আহমেদের শিকার হলে শুরু হয় আইরিশ ব্যাটসম্যানদের আসা যাওয়া।
এরপর ২ রান করা টাকার ও ৭ রান করা কেনকেও নিজের শিকার বানিয়েছেন খালেদ। ২৩ রান করা কেনেডি সাইফুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন। গার্থ ১৫ রান করে সাইফউদ্দিনের শিকার হলে আয়ারল্যান্ড উলভসের ইনিংস থামে ২৪৫ রানে।
বাংলাদেশ 'এ' দলের একাদশ-
মমিনুল হক (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড উলভস একাদশ-
এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), জেমস শ্যানন, লরাকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, স্টুয়ার্ট থম্পসন, অ্যান্ডি ম্যাকব্রাইন, শেন গেটকাটে, টেরন কেন, গ্রাহাম কেনেডি, জনাথন গ্রেথ, ব্যারি ম্যাকার্থি।