কারা খেলছেন শেষ ম্যাচে?

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

উইন্ডিজদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে একাদশে ব্যাটসম্যানদের নিয়ে তেমন পরিবর্তনের আশংকা নেই। সৌম্য সরকার এবং লিটন দাস দুজনই খেলছেন এমনটা বলাই যায়।
আর তাই এদের একজন তামিমের সঙ্গী, অপরজন নামছেন তিন নম্বরে। ওয়ানডে সিরিজে তিন নম্বরে ব্যাট করলেও টি-টুয়েন্টি সিরিজে তিন নম্বরে দেখা যাচ্ছে না দলপতি সাকিব আল হাসানকে।
এবারো তেমনই হবে বলা যায়। আশার কথা হচ্ছে টি-টুয়েন্টিতে দীর্ঘ সময় পরে রানে ফিরেছেন সাকিব। চার, পাঁচ এবং ছয় নম্বরে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং দলপতি সাকিব আল হাসানরা।

তবে ব্যাটিং অর্ডার প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও পরিবর্তিত হতে পারে। বাড়তি বোলিং অপশন হিসেবে বিবেচিত হওয়ায় আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে থাকছেন।
আর স্পিন বোলারদের মধ্যে টি-টুয়েন্টির পারফর্মেন্সে মেহেদি হাসান মিরাজের চেয়ে এগিয়ে থাকবেন নাজমুল ইসলাম অপু। যদিও ওয়ানডে সিরিজে ভালো বল করায় এবং সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ভালো খেলার কারণে একাদশে থাকতে পারেন মিরাজ।
মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন দায়িত্ব সামাল দিবেন পেস বোলিং বিভাগের। তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা আছে আবু হায়দার রনির। দ্বিতীয় ম্যাচে মিরাজ খেলেননি, খেলেছিলেন রনি। উইকেট না পেলেও কম খরুচে বোলার ছিলেন আবু হায়দার রনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেল্ডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।