ওয়ানডেতে নেপালের 'প্রথম'

ছবি:

নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতল নেপাল। আর এই জয় পেতে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ সময় নিয়েছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে তারা।
দ্বিতীয় ম্যাচটিতে এক রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে এশিয়ার এই দেশটি। একইসঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করেছে তারা। আমসটেলভিনে এদিনে টসে জিতে ব্যাটিং বেঁছে নেয় নেপাল।
৪৮.৫ ওভারে তারা অলআউট হয় ২১৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সোমপাল কামি। ৫১ রান আসে অধিনায়ক পরশ খাদকার ব্যাট থেকে। এছাড়া সুভাস খাকুরেল ও দিপেন্দ্র সিং ১৯ রান করে করেছেন।

ডাচ বোলারদের মধ্যে ফ্রেড ক্ল্যাসেন নিয়েছেন ৩৮ রান খরচায় তিনটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে দুই উইকেট হারিয়েও ম্যাচ জয়ের দৌড়ে ছিল ডাচরা।
দলকে সেই অবস্থা থেকে এগিয়ে নিতে ওপেনার ড্যানিয়েল টার ব্রাক করেছেন ৩৯ রান। কিন্তু ব্রাক ফেরার পরেই ছন্দপতন হয় নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কেবল একপাশ আগলে রেখেছিলেন অয়েসলি বারেসলি।
তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৮ টি চারে ৭১ রান। কিন্তু দলীয় ১৪৩ রানে তিনি ফিরে গেলে আর কেউই হাল ধরতে পারেননি। অধিনায়ক পিটার সিলার করেছেন ২১ রান।
টেল এন্ডাররা সবাই পনেরোর নিচে রান করলেও দলকে জেতাতে পারেননি। ৫০ ওভারে ২১৫ রানে অলআউট হন তারা। নেপালের হয়ে ৪১ রান খরচায় তিনটি উইকেট লাভ করেন সন্দীপ লামিচান্নে।
নেপালের ইতিহাসের প্রথম ম্যাচসেরা নির্বাচিত হন সোমপাল কামি। এই জয়ে তাদের শুভকামনা জানিয়েছে আইসিসি। ফেসবুকে নেপালকে অভিনন্দন বার্তা জানিয়েছে তারা।