আল-আমিনের কাম ব্যাকের মঞ্চ বিপিএল

ছবি: আল-আমিন হোসেন

দীর্ঘ আড়াইটি বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পেসার আল-আমিন হোসেন। দেশের হয়ে একটা সময় মাঠ মাতানো এই পেসার যেন ধীরে ধীরে যেন বিস্মৃতই হয়ে যাচ্ছেন।
গত ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে বল হাতে খুব একটা খারাপ করেননি এই পেসার। অগ্রণী ব্যাংকের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। যেখানে তাঁর ইকোনমি রেট ছিল ৫.৮৩।
তবে এই পারফর্মেন্স দিয়ে পুনরায় নির্বাচকদের সুনজরে আসতে পারেননি আল-আমিন। বর্তমানে জাতীয় দলের থেকে ব্রাত্য এই পেসার হাই পারফর্মেন্স ইউনিটের সাথে আছেন। নিজেকে ফিট রাখতে পুরোদমে কাজও করে যাচ্ছেন তিনি।

কেননা আল-আমিন এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন লালন করেন। তাঁর প্রত্যাশা একটা সময় নিজেকে প্রমাণ করেই নির্বাচকদের নজরে উঠে আসবেন তিনি। আর দেশের হয়ে মাঠ মাতাবেন আবারও। বর্তমানে বোলিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করছেন জানিয়ে আল-আমিন হোসেন বলছিলেন,
'দেশের হয়ে খেলাটা অনেক গর্বের। সবাই সম্মান করে, ভালোবাসে। আমার যে বিষয়গুলোতে ঘাটটি রয়েছে, বিশেষ করে ফিল্ডিংটা সেটি নিয়ে কাজ করছি। একটু বেশি বেশি ফিল্ডিং করছি এবং বোলিংটা আগের থেকে কিভাবে আরও ভালো করা যায় সেটিও দেখছি।'
মূলত আল-আমিন জাতীয় দলে ফেরার মূল ভিত্তি প্রস্তর স্থাপন করতে চান আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসর দিয়েই। এই টুর্নামেন্টটি যে অনেক বড় প্ল্যাটফর্ম প্রত্যেক ক্রিকেটারের জন্যই তা তো বলাই বাহুল্য। তাই বিপিএলকেই এবার পাখির চোখ করছেন পেসার আল-আমিন। তাঁর ভাষায়, 'সামনে যে বিপিএল আছে, এটি একটি ভালো প্ল্যাটফর্ম। কারণ এখানে সবাই খেলা দেখে।'