শ্রীলংকা থেকেও শিখতে পারে বাংলাদেশ

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

নিজেদের টি-টুয়েন্টি ক্রিকেটকে আরও শক্তিশালী করতে অভিনব পদক্ষেপ হাতে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এবার নিজেদের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট চালু করছে তারা।
এসএলসি টি-টুয়েন্টি লীগ নামের এই আসরটি চালু হবে চলতি বছরের আগস্টের ২১ তারিখে। সেপ্টেম্বরের ২ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।
মোট চারটি দল খেলবে এই আসরে। দল চারটি হচ্ছে কলম্বো, ডাম্বুলা, গল এবং ক্যান্ডি। গ্রুপ পর্বে সবগুলো দল তাদের নিজেদের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে।

এরপরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। শ্রীলংকার জাতীয় দলের সকল চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা এই আসরে খেলবে।
উল্লেখ্য, এই আসরের মাধ্যমে বাংলাদেশের সামনেও উদাহরণ তৈরি করলো শ্রীলংকা। কেননা ফ্রেঞ্চাইজি লীগ বিপিএল ছাড়া আর কোন টি-টুয়েন্টি আসর হয়না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে।
বহুবার বোর্ড কর্তারা আশ্বাস দিলেও টি-টুয়েন্টি আসর সারা বছরে খেলা হয়না দেশীয় ক্রিকেটারদের। এছাড়া বিপিএলেও প্রাধান্য পায় বিদেশী ক্রিকেটাররা। শ্রীলংকার এমন উদ্যোগ থেকে বাংলাদেশের শেখার অনেক কিছুই আছে।
এমন আসর চালু করলে অন্তত সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে বেশ কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটার খুঁজে পাবে বাংলাদেশ। শ্রীলংকায়ও আছে এসএলপিএলের মতো জনপ্রিয় ফ্রেঞ্চাইজি লীগের আসর।
যেখানে বিদেশী ক্রিকেটাররাও খেলার সুযোগ পেয়ে থাকেন। এছাড়াও টি-টুয়েন্টিতে তাদের দেশীয় ক্রিকেটার খুঁজে বের করার প্লাটফর্ম এসএলসি টি-টুয়েন্টি লীগ। তবে শ্রীলংকার আগে এই দৃষ্টান্ত দেখিয়েছিল ভারত।