এই সৌম্য, সেই সৌম্য

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে রান খরায় ভুগছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। বিশেষ করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দেখাই নেই তার। এই মুহূর্তে ওয়ানডে বা টেস্ট দলে জায়গাও নেই তার।
কেবল টি-টুয়েন্টির পারফর্মেন্স দিয়েই ওয়ানডে দলে ফেরার সুযোগ ছিল সৌম্যের সামনে। কিন্তু এই যাত্রায় ভালোভাবেই ব্যর্থ হচ্ছেন তিনি। শেষ নয়টি ইনিংসে একটানা ব্যর্থ হয়েছেন তিনি।
চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি থেকে সৌম্যের নয়টি টি-টুয়েন্টি ইনিংস হচ্ছে যথাক্রমে ০, ১৪, ২৪, ১, ১০, ১, ৩, ১৫, ০। তবে এই নয় ইনিংসের আগে সাত ইনিংস কিন্তু একটানা রানের মধ্যে ছিলেন সৌম্য।

নয় ইনিংসের আগে সাত ইনিংসের রান (ক্রমান্বয়ে) ৩৯, ৪২, ২৯, ৩৪, ৪৭, ৪৪ ও ৫১। যদিও ফিফটি মাত্র একটি, তবে টি-টুয়েন্টির বিচারে ভালো ইনিংসই উপহার দিয়েছিলেন সৌম্য।
১৫ই ফেব্রুয়ারি ঢাকার মাঠে পেয়েছিলেন শ্রীলংকার বিপক্ষে ফিফটি। কিন্তু এরপরেই ছন্দপতন তার। শ্রীলংকার বিপক্ষেই সিলেটে গিয়ে ডাক মারলেন। এরপরে নিদাহাস ট্রফিতে ছিলেন অফফর্মে।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সুযোগ পেয়েও কিছু করতে পারেননি। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আরেকটি ডাক মারলেন।
শেষ নয়টি ইনিংসে তার মোট রান ৬৮, গড়ে সাতের একটু বেশি (৭.৫৫)! অথচ এই ফরম্যাটে রান করেই ওয়ানডে দলের ফটক খুলতে পারতেন তিনি। সৌম্য সরকার এই সিরিজে ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।