ডাম্বুলায় প্রোটিয়াদের দাপুটে জয়

ছবি: ডি ককের ব্যাট থেকে আসে ৭৮ বলে ১৩ টি চার ও একটি ছয়ে ৮৭ রানের ইনিংস। ছবিঃ- এএফপি

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকাকে চার উইকেটে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে গেল তারা।
টসে জিতে ব্যাটিং বেঁছে নেয় শ্রীলংকা। তবে ৫৬ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। একপ্রান্তে কেবল আগলে রেখেছিলেন ওপেনার নিরোশান ডিকওয়েলা।
লুঙ্গি এনগিডি ও ফেহলুকওয়ায়ুর ভয়ঙ্কর বোলিংয়েও ৭৮ বলে দশটি চারে ৬৯ রান করতে সক্ষম হন এই উইকেটকিপার। এরপরে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দলের হাল ধরেন।
তার ব্যাট থেকে আসে অপরাজিত ৭৯ রান (ছয়টি চারে)। কিন্তু লেজের সারি বা মিডল অর্ডারে তেমন কোনো সাহায্যই পাননি লঙ্কান অধিনায়ক। শেষমেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান করে থামে শ্রীলংকা।

লুঙ্গি এনগিডি ও ফেহলুকওয়ায়ু উভয়েই নেন তিনটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং হাসিম আমলা।
৯১ রানে ধনঞ্জয়ার বলে আউট হওয়ার আগে আমলা করেন ৪৩ বলে ৪৩ রান (ছয়টি চারে)। ককের ব্যাট থেকে আসে ৭৮ বলে ১৩ টি চার ও একটি ছয়ে ৮৭ রানের ইনিংস।
দলীয় ১৬২ রানে তিন উইকেট পরা আফ্রিকাকে পুনরায় পথ দেখান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এদিনে এক রানের জন্য ফিফটি বঞ্চিত হয়ে ফেরত গিয়েছেন তিনি।
তার ৪৯ রান এসেছে ৪১ বলে, তিনটি চার ও দুইটি ছয়ের সৌজন্যে। ২৯ বলে ৩২ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়ে সাজঘরে ফেরেন জেপি ডুমিনি। তবে ২৩১ রানেই ছয় উইকেট হারানো প্রোটিয়ারা এরপরে আর বিপদে পড়েনি।
দলকে জয় এনে দিয়েছেন লেজের সারির ব্যাটসম্যানরা। ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। শ্রীলংকার হয়ে এদিনে তিনটি উইকেট নেন আকিলা ধনঞ্জয়া।