অবশেষে টসে জয়ী উইন্ডিজ

ছবি:

সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টিয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ ও উইন্ডিজরা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। ওয়ানডের সাফল্যের পর ছোট ফরম্যাটে ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ কাপ্তান কার্লোস ব্রাথওয়েট। ওয়ানডে ফরম্যাটে টানা তিন ম্যাচে অধিনায়ক হোল্ডার টস হারার পর ব্রাথওয়েটে টস ভাগ্য খুলেছে স্বাগতিকদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান/সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেল্ডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস