বিপিএলের আগেই আফ্রিকায় ফ্রেঞ্চাইজি লীগ

ছবি: আফ্রিকায় ছয় দলের ফ্রেঞ্চাইজি লীগ

গত বছরের শেষের দিকে হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার ফ্রেঞ্চাইজি লীগ টি-টুয়েন্টি গ্লোবাল লীগের। তবে নানান কারণে এই আসরটি গত বছরে অনুষ্ঠিত হয়নি।
এরপরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছিল চলতি বছরের নভেম্বর, ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি গ্লোবাল লীগ। এরপরে আবার তারা জানিয়েছিল, এই নামেই কোনো আসর হচ্ছে না!
বরঞ্চ ভিন্ন নামে আরেকটি ফ্রেঞ্চাইজি লীগ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। যদিও নতুন লীগের নাম ঠিক করা হয়নি। আর টি-টুয়েন্টি গ্লোবাল লীগের বাদ যাওয়ার কারণ বোর্ডের অন্তরনিহিত কিছু সমস্যা।

উল্লেখ্য, টি-টুয়েন্টি গ্লোবাল লীগের পুরো ধারনাটাই ছিল দক্ষিণ আফ্রিকার বোর্ডের সাবেক নির্বাহি হারুন লরগাতের। কিন্তু বোর্ডের সঙ্গে এই লীগের ব্যাপারে কিছু বিষয়ে মতের অমিল হওয়ায় আরও আগেই পদত্যাগ করেছেন লরগাত।
এসকল কারণেই টি-টুয়েন্টি গ্লোবাল লীগ চালানোর ব্যাপারে আগ্রহী নয় দক্ষিণ আফ্রিকার বোর্ড। যদিও টি-টুয়েন্টি গ্লোবাল লীগের দলের আইকন ক্রিকেটার সহ অনেক কিছুই নির্ধারণ করা ছিল।
এক্ষেত্রে আর্থিকভাবেও কিছুটা লোকসান দিতে হচ্ছে আফ্রিকা বোর্ডকে। কেননা টি-টুয়েন্টি গ্লোবাল লীগে যারা দলের মালিক ছিলেন, তারা নতুন আসরে দল কিনছেন না।
গ্লোবাল লীগে নির্ধারণ করা হয়েছিলো আটটি দলকে। এবার নতুন এই লীগে থাকছে ছয়টি দল। এর জন্য ১২ টি ফ্রেঞ্চাইজির মধ্যে নিলাম অনুষ্ঠিত হবে। ছয় দলের মধ্যে মোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখনো ব্রডকাস্টার এবং স্পন্সর খুঁজে পায়নি আসরটি।
এদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসর। তার আগেই আফ্রিকায় অনুষ্ঠিত হবে নতুন এই আসরটি। প্রথমে ধারণা করা হয়েছিলো বিপিএলের সময়েই হবে এই আসর, কিন্তু এবার দেখা গেল এমন কিছুই হচ্ছে না।