ওয়ানডের সাফল্যে চাপা পড়ছে আফগান দুঃস্বপ্ন

ছবি:

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের গ্রাফ বরাবরের মতই ঊর্ধ্বমুখী। ধারবাহিকতা বজায় রেখে নিয়মিত ধাপে ধাপে উন্নতি করে আসছে মাশরাফির বাংলাদেশ। উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডে সিরিজ জয় তারই ধারবাহিকতার ফসল।
ওয়ানডের আত্মবিশ্বাস নিয়েই ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন উইন্ডিজদের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের বাংলাদেশ। অধিনায়ক সাকিব বলেছেন, 'আমরা টি-টুয়েন্টি সিরিজটা নিয়ে বেশ আশাবাদী।
'এর বড় কারন হচ্ছে আমরা ওয়ানডে ফরম্যাটে বেশ ভালো করেছি। দেশের বাইরে নয় বছর পর ওয়ানডে সিরিজ জয় করা আমাদের জন্য বড় অর্জন ছিল। আশা করি এই আত্মবিশ্বাসটা আমাদের টি-টুয়েন্টি ফরম্যাটেও কাজে আসবে। সবাই ওই আত্মবিশ্বাসটা নিয়েই খেলতে পারবে।'

কিন্তু ছোট ফরম্যাটের অধারবাহিক দল বাংলাদেশ কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে ধবল ধোলাই হয়ে এসেছে। ভারতের দেরাদুনের তিন ম্যাচের সেই টি-টুয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে প্রতিযোগিতাই করতে পারেনি সাকিবের বাংলাদেশ।
ওয়ানডের সাফল্যে দল চাঙ্গা অনুভব করলেও মনের কোনে আফগান সিরিজের দুর্দশা ভীতি ছড়াতে বাধ্য। সাকিব অবশ্য নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন। ছোট ফরম্যাটের রাজা উইন্ডিজদের আঙ্গিনায় নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিলেই ধরা পড়বে সাফল্য।
'যদিও আমরা জানি উইন্ডিজরা শক্তিশালী দল, বিশেষ করে টি-টুয়েন্টিতে। ওদের সবচেয়ে পছন্দের ফরম্যাট এটা। আর আমাদের জন্য এই ফরম্যাট একটু কঠিন, তারপরও আমি বিশ্বাস করি সেরা ক্রিকেট খেলে সিরিজ জয় করার সামর্থ্য আমাদের আছে।'