'তামিমকে অ্যাটাকিং খেলতে হবে'

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

ওয়ানডে দলের মত টি-টুয়েন্টি দলেও তামিমের সঙ্গী ঠিক হয়নি। এখনও দীর্ঘস্থায়ীভাবে তৈরি করতে পারেনি দলের ম্যানেজমেন্ট। এই বিষয়ে চিন্তিত বিসিবি কোচ সরোয়ার ইমরানও।
তার মতে, টি-টুয়েন্টি ওপেনারদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকাটা জরুরী। যিনিই এই ফরম্যাটে ওপেন করতে নামেন তার মধ্যে থাকতে হবে আক্রমণাত্মক খেলার ধরন। সোমবার দিন বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান,
'টি-টুয়েন্টি আসলে বিজয়, সৌম্য এবং লিটন তিনজনই ভালো। যদিও তেমন পারফর্মেন্স নেই তাদের। কিন্তু লিটন একমাত্র যার ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স আছে। তিনজনের যে কেউ ভালো করতে পারে।

'আসলে এটা নির্ভর করে ওরা নিজেদেরকে ব্যবহার করছে। ওয়ানডের সময় টি-টুয়েন্টির মত আর টি-টুয়েন্টির মত ব্যাট করলে হবেনা। এই কাজটা আমরা করে থাকি। ওদের এসব জিনিষগুলো বুঝতে হবে।'
একইসাথে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে আরও আগ্রাসী ভঙ্গিমায় খেলার পরামর্শ দিয়েছেন সরোয়ার ইমরান। ওয়ানডেতে তামিমের খেলার ধরন ঠিক আছে, কিন্তু টি-টুয়েন্টি তার কাছে আগ্রাসী ইনিংস দাবি করছেন দেশের অন্যতম সেরা এই কোচ।
'তামিমও এখন অনেক পরিণত। আশা করবো টি-টুয়েন্টিতে সে খোলস থেকে বের হয়ে আসবে। ওয়ানডেতে ওয়ানডের মতোই খেলেছে সে। টি-টুয়েন্টিতে আরও অ্যাটাকিং খেলতে হবে।'