ক্রীড়া ক্ষেত্রে পুরস্কৃত মাশরাফি

ছবি:

মার্কেন্টাইল ব্যাংক প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের কীর্তিমানদের পুরস্কৃত দিয়ে আসছে। এবার একই ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ তরুনকে সম্মাননা জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
এদের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরফি বিন মুর্তজা। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় দলের উইন্ডিজ সফর থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মাশরাফি।তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন এন নাইন স্পোর্টস এর কর্ণধার নাফিজ আহমেদ মোমেন।
জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয় করেছে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ।
তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে উপমহাদেশের বাইরে নয় বছর পর সিরিজ জিতে নিয়েছে মাশরাফির বাংলাদেশ।