নয় বছর পরে বিদেশে সিরিজ জয় টাইগারদের

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৮ রানের জয় পেয়েছে টাইগাররা। একইসাথে ১-২ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে তারা।
এর আগে ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই শেষবারের মতো বিদেশে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নয় বছর পরে ওয়েস্ট ইন্ডিজেই আবার সিরিজ জয় করলো তারা।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। কিন্তু শুরু থেকে চেষ্টা করলেও শেষমেশ জয় থেকে ১৮ রান দুরেই (২৮৩ রান) থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও লুইসকে (১৩) বিদায় করেছেন মাশরাফি। ছয়টি চার ও পাঁচটি ছয়ে ৬৬ বলে ৭৩ রান করে রুবেল হোসেনের বলে ফিরেছেন গেইল।
এরপরে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেটমায়ার। ৪২ বলে ৩০ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপরে ৪ রান করে দ্রুত রানআউট হন কিরান পাওয়েল।

লম্বা সময়ে উইকেটে থেকে ৯৪ বলে পাঁচটি চারে ৬৪ করা শাই হোপকে ফিরিয়েছেন মাশরাফি। এরপরে দ্রুত গতিতে ফিফটি তুলে নিয়েছেন রভম্যান পাওয়েল।
শেষমেশ একাই লড়াই করেছেন পাওয়েল। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু টাইগারদের নিয়ন্ত্রিত ডেথ বোলিংয়ে জয় এনে দিতে পারেননি তিনি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়ার পর এই ম্যাচেও দারুণ এক শতক তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
১০৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি। শুরুতে ওপেনার এনামুল হক বিজয় মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে গেলেও সাকিবকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তামিম।
এই দুজনে যোগ করে ৮১ রান। এরপর, সাকিব ৩৭ ও মুশফিক ১২ রান করে আউট হন। পঞ্চম উইকেটে আরেকটি বড় জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।
এই দুজনে যোগ করেন ৫৩ রান। মাশরাফি মাত্র ২৫ বলে ৩৬ রান করে আউট হন। সাব্বির ফিরেছেন ১২ রান করে। মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত মোসাদ্দেককে সঙ্গে নিয়ে লাড়াকু পুঁজি এনে দেন বাংলাদেশকে।
মাহমুদুল্লাহ ৬৭ রান ও মোসাদ্দেক ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
স্কোরকার্ডঃ
বাংলাদেশঃ- ৩০১/৬ (৫০ ওভার) -- তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদুল্লাহ ৩৭*, মাশরাফি ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*। ওয়েস্ট ইন্ডিজ বোলিংঃ- হোল্ডার ৫৫/২, নার্স ৫৩/২, বিশু ৪২/১।
ওয়েস্ট ইন্ডিজঃ- ২৮৩/৬ (৫০ ওভার)-- লুইস ১৩, গেইল ৭৩, হোপ ৬৪, হেটমায়ার ৩০, পাওয়েল ৪, রভম্যান পাওয়েল ৭৪*, হোল্ডার ৯, অ্যাশলে নার্স ৫*। বাংলাদেশ বোলিংঃ- মাশরাফি ২/৬৩, মিরাজ ১/৪৫, রুবেল ১/৩৪, মুস্তাফিজ ১/৬৩।