আমলা-ভিলিয়ার্সের পরেই তামিম

ছবি: আমলা-ভিলিয়ার্সের পরেই তামিম। ছবিঃ- গেটি ইমেজ

সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়ার পর এই ম্যাচেও দারুণ এক শতক তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ১৩০ রান।
দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৫৪ রান। এরপরে সিরিজ নির্ধারণী ম্যাচে তামিম করেছেন ১০৩ রান। সব মিলিয়ে সিরিজে তামিমের মোট রান ২৮৭, যা বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রান।

এছাড়াও কয়েকটি রেকর্ড করেছেন তামিম। বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে দুটি সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান তিনি। অবশ্য দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে দুটি সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশীও তিনি (পাকিস্তানের বিপক্ষে, ২০১৫)
এছাড়া দেশের মাটিতে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের (৩১২) রেকর্ডটিও তার দখলে। আরও একটি দারুণ রেকর্ড গড়েছেন তামিম।
দুই প্রোটিয়া ক্রিকেটার হাশিম আমলা এবং কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডি ভিলিয়ার্সের পরে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি তিন ম্যাচের সিরিজে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন।