'ভুল আমাদেরই'

ছবি:

সর্বশেষ ২০০৯ সালে বিদেশের মাটিতে সিরিজ জয় করেছিল। গায়ানায় অপেক্ষার অবসান হতে পারত। কিন্তু নিজেদের অমার্জনীয় ভুলে সেটা হয়ে ওঠে নি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু সেন্ট কিটস।
নতুন ভেন্যুতে বাংলাদেশ নয় বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবে তো? তবে স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পর সেন্ট কিটসে কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের।
গায়ানার ধীর গতির উইকেটে স্পিন দিয়ে ম্যাচ নিয়ন্ত্রন করতে পেরেছিল মাশরাফিরা। সেন্ট কিটসের উইকেটে স্পিনাররা কতোটা ভূমিকা রাখতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অবশ্য দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর বিশ্বাস রাখছেন।

তার ভাষায়, 'উইকেট দেখেছি, সব ঠিক থাকলে আমরা এখানে ভালো কিছু করতে পারব। আমি এখানে প্রথম খেলছি। আমাদের সিনিয়ররা এখানে আগে খেলেছে, অনেক অভিজ্ঞতা আছে। তো আশা করি সব মিলিয়ে ভালোই হবে।'
দ্বিতীয় ম্যাচে সহজ জয় হাতছাড়া করলেও সিরিজ জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মেহেদি হাসান মিরাজ। তার বক্তব্য, 'অবশ্যই আমাদের সুযোগ ছিল। তারপরও আমি বলবো যে আমরা সিরিজ থেকে ছিটকে যায় নি।
আমাদের এখনো সুযোগ আছে। আরেকটা ম্যাচ আছে, সেটায় ভালো করতে পারলে আমরা সিরিজ জিততে পারব। আমরা প্রথম ম্যাচে নিজেরাই ভুল করেছি, এটা আমাদেরই ব্যর্থতা ছিল। আমরা সবাই এই বিষয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আমরা চেষ্টা করব এখান থেকে ওভারকাম করার। পরের বার এমন অবস্থা আসলে ভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করব।