টস ভাগ্যের দিকে তাকিয়ে দুই দল

ছবি: টস ভাগ্যের দিকে তাকিয়ে দুই দল। ছবিঃ- গেটি ইমেজ

সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নারপার্কে এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয়ের দেখা পেয়েছে একটিতে (২০০৯ সালে), আরেকটিতে হেরেছে বিশাল ব্যবধানে (৯১ রানে)।
সবমিলিয়ে ১৭ টি ওয়ানডে ম্যাচ হয়েছে এখানে। তবে শনিবারের ম্যাচে সহজে জয় পেতে আগে ব্যাটিং করতে চাইবে যে কোনো দল। কেননা এই মাঠে আগে ব্যাট করে রান পাওয়াটা সহজ।
১৭ ম্যাচের মধ্যে ১২ টি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে আগে ব্যাট করা দল। আর মাত্র পাঁচটি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল। তবে কোনও কারণে টসে হেরে আগে ব্যাট করতে না পারলে আফসোস একটু কমই করতে পারে বাংলাদেশ।

কেননা এই মাঠে পাওয়া একমাত্র জয়টি টাইগাররা পরে ব্যাট করেই ছিনিয়ে নিয়েছিলো (তিন উইকেটে)। তবে আগে ব্যাট করতে পারলে রান বন্যায় ওয়েস্ট ইন্ডিজকে ভাসাতে পারে বাংলাদেশ।
ইতিহাস অনুযায়ী, এখানে আগে ব্যাট করা দল মোট সাতবার তিনশোর বেশি রান করেছে! সেই সুবাদে ওয়ানডেতে এই মাঠে আগে ব্যাট করা দলের ইনিংস গড় ২৮০ রানের বেশি, আর পরে ব্যাট করা দলের ইনিংস গড় ২১০ এর নিচে!
তাই, ম্যাচে বাড়তি আকর্ষণ হয়ে থাকবে মাশরাফির টসে জেতা! এখন পর্যন্ত সিরিজে দুইবারই টসে জিতেছেন মাশরাফি। শনিবার টসে জিতে আগে ব্যাটিং নিলে ভালো ফলাফল হতে পারে দলের।