ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সময়ের সেরা এই অলরাউন্ডার খেলতে পারবেন না সিরিজের তৃতীয় ওয়ানডেও।
আর এমন খবর জানিয়েছে স্বয়ং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কুনুইয়ের ইনজুরির কারণেই সিরিজ নির্ধারণী ম্যাচটি খেলতে পারছেন না তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের জন্য কিছুটা হলেও সুসংবাদ থাকছে।

কেননা তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন রাসেল, এমনটাই জানিয়েছে বোর্ড। এদিকে তৃতীয় ওয়ানডেতে রাসেলের বদলি ঘোষণা করেছে তারা।
রাসেলের জায়গা নিবেন শেল্ডন কটরেল। তবে একাদশে তিনি জায়গা পান কি না সেটাই এখন দেখার বিষয়। টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শনিবার, সেন্ট কিটসে।
এরপরে একই ভেন্যুতে ৩১ই জুলাই সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকী দুই টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ এবং ৫ই আগস্ট, ফ্লোরিডায়।