আইসিসির বিতর্কিত নিয়মের শিকার বাংলাদেশ

ছবি: আবারো ব্যর্থতার কাব্য রচনা বাংলাদেশের। ছবিঃ- এএফপি

আইসিসির অদ্ভুত এক নিয়মের শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিন রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে এদিনে আইসিসির ভুল নিয়মের আক্ষেপ করতেই পারে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় (৪২.৩ ওভার) ক্যারিবীয় স্পিনার দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করেছিলেন মুশফিকুর রহিম। টিভির পর্দায় দেখে মনে হয়েছে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি তিনি।
তারপরেও বলটা ঠিকই বাউন্ডারি পেরিয়ে যায়। ওইদিকে ক্যারিবীয়রা ব্যস্ত লেগ বিফোরের আবেদনে, মাঠের আম্পায়ারও নিরাশ করেননি তাদের। আঙুল তুলে দেন আম্পায়ার। আর সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নেন মুশফিক।

প্রযুক্তির সাহায্যে দেখা যায়, বলটা আসলে মুশফিকের ব্যাটে লেগেছিল। অর্থাৎ পরিষ্কারভাবেই চার রান পাওয়ার কথা তার। তবে নিয়ম অনুযায়ী রিভিউ নিয়ে বাঁচার পরে সেই চার রান যুক্ত হয়নি মুশফিক বা বাংলাদেশ দলের ইনিংসে!
আইসিসির আইনের ২৩ নং ধারার ১-এর তৃতীয় উপধারায় আছে, যখন আম্পায়ার আউট দিবেন, তখন সেই বলে ব্যাটসম্যান আর কোনো রান পাবেন না (রানআউটের ক্ষেত্রে ভিন্ন)।
মুশফিকের ক্ষেত্রে এমনই হয়েছে। প্রথম সিদ্ধান্ত ‘আউট’ থাকায় সেই চার রান পাননি মুশফিক। কিন্তু এরপরে রিভিউয়ের মাধ্যমে বেঁচে গিয়েছেন তিনি, রিভিইউতে আউট না হলে রান যোগ হবে কিনা সেটা আইসিসির নিয়মে কোথাও উল্লেখ করা নেই!
অর্থাৎ বিতর্কিত এক নিয়মের সাক্ষী হয়েছে বাংলাদেশ। বলা যায় ভুক্তভোগীও হয়েছে বাংলাদেশ। কেননা ম্যাচটি বাংলাদেশ হেরেছে তিন রানে, ওই চার রান যোগ হলে ম্যাচটা বাংলাদেশের পক্ষে আসতো এমনটা আশা করাই যায়।