'আমাদের সাথে ইংল্যান্ড-ভারত খেলে না'

ছবি: সিলেটে ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ার পরে ট্রফি ভাগাভাগি করছেন বাংলাদেশ 'এ' দল ও শ্রীলংকার 'এ' দলের অধিনায়ক। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

মাঝখানে লম্বা সময় ধরে কোনো খোঁজই ছিল না 'এ' দলের। কিন্তু চলতি বছর থেকে নিয়মিতই পোগ্রাম হচ্ছে 'এ' দলের। সঙ্গে আলাদাভাবে অনুশীলনও হচ্ছে তাদের।
বাস্তবতা হচ্ছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ডের মতো অন্যান্য শক্তিশালী দলগুলো বাংলাদেশের 'এ' দলের সঙ্গে খেলতেই চায়না। একারণে আগ্রহ হারায় বিসিবিও। এইসব নির্মম সত্য তুলে ধরেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
" 'এ' দলের খেলা আমরা আসলে চাইলেও পারি না। ভাগ্যবশত এবার পেয়েছি। আমাদের সাথে ইংল্যান্ড, ভারত খেলে না। পাকিস্তান খেলে কিন্তু ওরা পাকিস্তান সফর করতে বলে। নিউজিল্যান্ডও খেলতে চায় না। শ্রীলঙ্কার সাথে তিন বার সিরিজ ক্যানসেল হওয়ার পর এবার হয়েছে।

"আমরা চাইলেও পাই না। কিন্তু অন্য দেশ কিন্তু অনেক ম্যাচ খেলে। আমরা যে কোন দল হলেই ভালো হয়। আমাদের এখনকার এ দলটা গঠন করতেই আমাদের দুই বছর লেগেছে। কিন্তু ওদের খেলা দরকার।"
বুধবার দিন নিজেদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে 'এ' দলের পার্থক্যও তুলে ধরেছেন হাবিবুল বাশার সুমন। একইসঙ্গে সদ্য সমাপ্ত 'এ' দলের শ্রীলংকা সিরিজ নিয়েও মন্তব্য করেছেন তিনি। বাশারের মতে, শ্রীলংকার সঙ্গে খেলতে পেরে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছে 'এ' দলের ক্রিকেটাররা।
'ঘরোয়াতে খেলা আর এ দলের হয়ে খেলা এক না। ঘরোয়াতে খেলে আপনি প্রস্তুত হতে পারবেন না। ঘরোয়াতে অনেকেই বড় রান পাচ্ছে, কিন্তু এ দলে যখন খেলছে তখন বুঝা যায় খেলাটা কতোটা কঠিন। এই ম্যাচ গুলো হলে ওরা বুঝতে পারে কতোটা উন্নতি করা উচিত।
'আমাদের এ দলটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের পরিকল্পনাটা কি। শ্রীলঙ্কা কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে এসেছিল এখানে। কিন্তু আমাদের এ দলে কিন্তু অনেক নতুন ক্রিকেটার ছিল, যাদের খুব বেশি অভিজ্ঞতা নাই এমনকি প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিজ্ঞতা কম।'