promotional_ad

ফরম্যাট ভিন্ন তো ভিন্ন বাংলাদেশও

বাংলাদেশ দল
promotional_ad

ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেয়ার সময় বেশ কমই পেয়েছিলো বাংলাদেশ। তবে এরপরেও সংক্ষিপ্ত ফরম্যাটে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে লাল সবুজের দেশটি।


এত অল্প সময়ের মধ্যে কিভাবে পাল্টে গেলো বাংলাদেশ? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। তবে টাইগারদের সেরা অলরাউন্ডার এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান যেন বিষয়টি উড়িয়েই দিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ফরম্যাটটি ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি।


মূলত ওয়ানডে ফরম্যাটে অপেক্ষাকৃত ভালো দল হওয়াতেই জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশ বলে বিশ্বাস করেন সাকিব। পাশাপাশি টেস্টে যে এখনও পরিপক্ক হয়ে উঠতে পারেনি টাইগাররা সেটিও স্বীকার না করে পারেননি তিনি। দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন,



promotional_ad

'মনে হয় না এত সংক্ষিপ্ত সময়ে বদলানোর কিছু আছে। এখানে সংস্করণ একটা ব্যাপার। আমরা ওয়ানডেতে বেশি ভালো খেলি। টেস্ট গড়পড়তা দেশের মাঠে ভালোই খেলি। ভালো খেলি না দেশের বাইরে। গত পাঁচ-দশ বছরে আমাদের ক্রিকেট ইতিহাস এমনই।'


দেশের বাইরে টেস্ট সিরিজ বেশ কমই জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে খর্বশক্তির উইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর থেকে দেশের বাইরে আর কখনোই বড় কোন দলের বিপক্ষে জয়ের স্বাদ পায় নি তারা। এবার দীর্ঘ ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আবারো পরাজয় নিয়ে ফিরে আসতে হলো বাংলাদেশকে। সাকিব তাই বলছিলেন,


'আমরা দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছি এই ওয়েস্ট ইন্ডিজে, যখন ওদের দলটা পুরো পাল্টে গেল। নতুন একটা দল এল। সেটার সঙ্গে টেস্ট জিতেছি দুটি। আরেকটা জিতেছি শ্রীলঙ্কার সঙ্গে। এই ১৮ বছরে তো আর বলার মতো টেস্ট জিতিনি দেশের বাইরে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে যেভাবে খেলেছি, আশা ছিল এর চেয়ে ভালো করব। সেটা হয়নি।'



মূলত টেস্টের কন্ডিশন বুঝে উঠতে না পারার কারণেই এভাবে পরাজিত হতে হয়েছে টাইগারদের বলে মনে করছেন অধিনায়ক সাকিব। তার মতে টেস্টের উইকেট একেবারেই ভিন্ন ছিলো ওয়ানডের থেকে। উইন্ডিজদের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম থাকাতেই সমস্যায় পড়তে হয়েছে দলকে জানিয়ে সাকিব বলেন,


'যে ধরনের কন্ডিশন আমরা পেয়েছি, সে কন্ডিশনে আমরা কখনোই অভ্যস্ত নই। আপনি বিশ্বের যে দেশেই যান, ওয়ানডে বা সীমিত ওভারের ক্রিকেটে উইকেট ভালো থাকে। যে দল ভালো খেলে, তারাই জেতে। সংক্ষিপ্ততম সংস্করণে ভারত ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ভারতে এসে ভারতকে হারিয়ে যাচ্ছে। ভারত নিউজিল্যান্ডকে হারাচ্ছে। এখন সীমিত ওভারের ক্রিকেট এমনই। এটাই পার্থক্য?? এটা ছাড়া আর কিছু দেখছি না। ওয়ানডেতে আমরা ধারাবাহিক, সেটাও একটা কারণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball