promotional_ad

টেস্টকে ভীষণ ভালোবাসে সাকিব- বিশপ

ইয়ান বিশপ
promotional_ad

সাকিব আল হাসান নাকি টেস্ট খেলতে চান না। এমনকি টেস্টের প্রতি অনাগ্রহতাই নাকি তার খারাপ পারফর্মেন্সের মূল কারণ! এমনটাই কয়েকদিন আগে গণমাধ্যমে ফলাও করে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জনাব নাজমুল ইসলাম পাপন।


আর বিসিবি প্রধানের বক্তব্যের পর বরাবর যা হয় সেটাই হয়েছে। গণমাধ্যমগুলো পাপনের বক্তব্যকে সঠিক ধরে নিয়ে সাকিবের সমালোচনা করে প্রতিবেদন করতেও দ্বিধা করেনি। তবে যাকে নিয়ে এত হৈচৈ সেই সাকিব এই বিষয়ে আদতে কি ভাবছেন?


এই প্রশ্নের উত্তর অবশ্য জানার তেমন উপায় নেই। কেননা এরই মধ্যে মুখে কুলুপ এটেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। শত চেষ্টা করেও নাকি তাঁর মুখ থেকে টেস্ট না খেলার ব্যাপারে কিছু বের করা সম্ভব হয়নি। তবে সাকিব কিছু না বললেও কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।



promotional_ad

সাকিব যে টেস্টকে কতটা ভালোবাসে সেটি নিজেও জানেন তিনি। আর সেই কারণেই সাকিবের পক্ষেই কথা বলেছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে খামোখা কথা ছড়ানো ঠিক হবে না বলেও উল্লেখ করেছেন বিশপ। তিনি বলেছেন,


'এটা বলতে পারি, যে টেস্টকে ভীষণ ভালোবাসে সাকিব, যে এই সংস্করণে দলকে আরও সামনে নিয়ে যেতে চায় তাকে অধিনায়কত্ব দেওয়াটা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শুধু শুধু সাকিবকে নিয়ে কোনো কিছু ছড়ানো ঠিক না। সময় যখন হবে সে নিজেই এ ব্যাপারে বলবে।'


অবশ্য আদৌ এরূপ মনোভাব পোষণ করেন কিনা এই ব্যাপারে নিজেও নিশ্চিত নন বিশপ। তবে দেশে ফিরে বোর্ড সভাপতির সাথে এই ব্যাপারে কথা বলতে সাকিবকে পরামর্শ দিয়েছেন তিনি। আর এর মাধ্যমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন,



‘প্রতিটি প্রজন্মের নিজস্ব ভালো লাগা আছে। আমি টি-টোয়েন্টি ক্রিকেটও পছন্দ করি। জানি না সাকিবের ভাবনায় কী কাজ করছে। সাকিবের উচিত বোর্ডের শীর্ষকর্তা কিংবা সভাপতির সঙ্গে একবার বসা। সে কী চায় সেটা ব্যাখ্যা করা। আমি এটা নিয়ে বলতে পারব না। ওর সঙ্গে তো আর আমি এটা নিয়ে আলোচনা করিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball