স্টুয়ার্ট ল'র ভাবনায় টাইগারদের ফিনিশিং

ছবি: মুশফিকুর রহিম

টেস্ট ম্যাচের বাউন্সি উইকেট ভালোই ভুগিয়েছে টাইগারদের। তবে ওয়ানডেতে দেখা যাচ্ছে ব্যতিক্রমী চিত্র। স্লো উইকেটে ভালো খেলার সামর্থ্য দেখিয়েছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্টুয়ার্ট ল মনে করছেন এমনটা। 'টেস্ট ম্যাচে বাউন্সি উইকেট ছিল যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক বেশি ভুগেছে। কিন্তু ওয়ানডেতে তেমন উইকেট হয়নি। স্লো এবং কিছুটা স্পিনিং উইকেট ছিল, ফলে দারুণ করেছে বাংলাদেশ।'
সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দারুণ সমীহ করছেন বাংলাদেশেরই সাবেক এই কোচ। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ টা উজাড় করে দিতে চান তারা।

টাইগার ব্যাটসম্যানরা যেন জুটি গড়তে না পারে সেদিকেও নজর রাখবেন ল। তবে কোচের দুশ্চিন্তার কারণ টাইগারদের ফিনিশিং। আগের ম্যাচের শেষের দিকে মুশফিকের ক্যামিও নতুন ভাবনায় ফেলেছে দলকে।
'বাংলাদেশকে হারাতে হলে আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যদি আমাদের সুযোগগুলো কাজে লাগাই তাহলে ২২০-২৩০ খুব সহজেই অতিক্রম করতে পারবো।'
'ওয়ানডে ম্যাচে একটা বা দুইটা বড় জুটিই বড় সংগ্রহ এনে দিতে পারে। ছেলেরা জানে তাদের কোন জায়গা গুলোতে উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমাদের ভালো করার সুযোগ আছে। তারা শেষ পাঁচ বা দশ ওভারে অনেক বেশি আক্রমণ করতে পারে, এই বিষয়টি আমরা মাথায় রাখবো।'