আবারো সুযোগ পাবেন বিজয়?

ছবি: প্রথম ওয়ানডেতে শুন্য রানে আউট হয়ে ফিরছেন বিজয়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বস্তির জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। তামিম-সাকিবের ধৈর্যশীল ব্যাটিং, মুশফিকের ক্যামিও, মাশরাফির নিয়ন্ত্রিত বোলিং-- সবকিছু মিলিয়েই এসেছে কাঙ্খিত বিজয়।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভাবনার সীমানা নেই টাইগারদের। কে হবেন টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গী? এটা নিয়েও চলছে গুঞ্জন। কেননা প্রথম ওয়ানডেতে শুন্য রান করে নতুন করে আলোচনায় বিজয়।
দলের অন্যান্যরা ম্যাচের অবস্থা বুঝে খেললেও সেদিন শুন্য রানেই দৃষ্টিকটু ভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন বিজয়। অথচ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭০ রান করেও বিজয়ের কারণে প্রথম ওয়ানডে একাদশে সুযোগ পাননি লিটন।
দ্বিতীয় ওয়ানডেতেও কি বেঞ্চে বসে থাকতে হতে পারে লিটন দাসকে? এবারো যদি লিটন একাদশে না থাকেন সেক্ষেত্রে আবারো তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধবেন বিজয়। অবশ্য এবার এনামুল আর লিটন দুজনই খেলতে পারেন।

সেক্ষেত্রে একজনকে নামতে হবে তিন নম্বরে। তাহলে আবার সাব্বির রহমান বাদ পড়তে পারেন, কেননা অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বোলিং প্রয়োজন আছে দলের।
একই কারণে একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকতও। যদিও দল যদি শেষের দিকে ফিনিশার চায় তাহলে মোসাদ্দেক থেকে এগিয়ে থাকবেন সাব্বির। আবার তিন নম্বরে নামার সম্ভাবনাও আছে সাব্বিরের!
প্রথম ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছিলেন সাব্বির। দ্বিতীয় ওয়ানডেতে তার খেলার কারণ, স্লো আউটফিল্ডে ভালো মানের হিটার ব্যাটসম্যান দরকার দলের। এজন্যই সাব্বিরের সম্ভাবনা থাকছে।
বিজয় একাদশে থাকার আরেকটি জোরালো কারণ মাশরাফি। দেশ ছাড়ার আগে মিডিয়ার সামনে মাশরাফি চেয়েছিলেন বিজয় এবার ফর্মে ফিরুক। যেন ওপেনিং সমস্যা কাটে বাংলাদেশের।
তবে প্রস্তুতি ম্যাচে লিটনের রান পাওয়াটা এবং প্রথম ম্যাচে বিজয়ের একেবারেই ব্যর্থ হওয়াটা সমীকরণে ফেলছে একাদশ নির্বাচকদের। যদিও অধিনায়কের পছন্দে এনামুল-লিটন দৌড়ে এগিয়ে থাকছেন এনামুলই!
এছাড়া সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম একাদশে একেবারে নিশ্চিতভাবেই খেলছেন। মাশরাফিসহ খেলবেন দলের নিয়মিত বোলাররাও।
সম্ভাব্য একাদশঃ- তামিম ইকবাল, এনামুল হক বিজয়/ লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।