আরিফুলের 'মিশন উইন্ডিজ'

ছবি: আরিফুল হক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার এবং আরিফুল হক। দলের বাকি সদস্যদের সাথে যোগ দিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন এই দুই ক্রিকেটার।
দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টাইগার অলরাউন্ডার আরিফুল। সেখানে তিনি নিজের লক্ষ্যের কথা জানানোর পাশাপাশি বাংলাদেশ দলের সাম্প্রতিক জয় নিয়েও কথা বলেছেন।
হতাশার একটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় অনেক বেশি আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে বাংলাদেশ দলের বলে মনে করেন আরিফুল। ওয়ানডের পর টি টুয়েন্টি সিরিজেও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,

'আসলে আমাদের একটা জয় অনেক দরকার ছিল। আমাদের কয়েকটি সিরিজ খারাপ গিয়েছে। এই সফরের টেস্ট সিরিজটাও আমাদের ভালো হয়নি। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আমাদের ভালো করার সুযোগ বেশি থাকে।'
শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজে খেলেছেন আরিফুল হক। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয়টিতে ব্যাট হাতে রান করেছেন ৪৭ এবং ২৭ রান। আর শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ব্যাটিং করার সুযোগ পাননি।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ টি উইকেট। এই পারফর্মেন্সই আরিফুলকে উৎসাহ যোগাচ্ছে দেশের হয়ে ভালো খেলার। আসন্ন সিরিজে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা পাকা করতে চান তিনি। এই প্রসঙ্গে ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার বলছিলেন,
'বাংলাদেশ 'এ' দলের সাথে শ্রীলঙ্কা সিরিজে আমার সময়টা ভালো কেটেছে। আমি এখনো জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার হয়নি। তাই আসন্ন সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকা করার চেষ্টা থাকবে।'