জাতীয় দলের দুয়ার খুলছে নারিন, পোলার্ড, ব্রাভোদের?

ছবি: ছবি-ক্রিকইনফো

দীর্ঘ দিন পর বুঝি আবারো সুদিন ফিরতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। কেননা জানা গেছে দেশের হয়ে আগামী বছরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে সুনীল নারিন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটারদের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সি ডব্লিউ আই) পাওয়া তথ্যমতে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে। জানা গেছে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আর এই প্রোগ্রামের অংশ হিসেবে আগামী অক্টোবরে একটি ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত করা হবে যেটি মূলত হওয়ার কথা ছিলো আগামী বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু অন্যান্য ঘরোয়া লীগের সূচির কথা বিবেচনা করে সুপার ৫০ নামের এই টুর্নামেন্টটি এগিয়ে আনা হয়েছে।
এদিকে বোর্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে টুর্নামেন্টে যারা ভালো খেলবেন তাদের বিশ্বকাপের জন্য মনোনীত করা হবে। এই প্রসঙ্গে উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ ক্রিকইনফোকে বলেছেন,

'পোলার্ড, ব্রাভো এবং নারিনদের প্রতি বার্তা হলো তারা সুপার ৫০ কাপে খেলতে পারবে ও কোর্টনি ব্রাউন (নির্বাচকদের চেয়ারম্যান) এবং তাঁর সিলেকশন প্যানেল সকল ক্রিকেটারদের এই সিস্টেমের আওতার মধ্যে নিয়ে আসতে চাইছে।'
শুধু তাই নয়, এর মাধ্যমে তরুণ ক্রিকেটারদের সামর্থ্যও যাচাই করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন জনি গ্রেভ। তাঁর মতে ব্রাভো, নারিনদের মতো অভিজ্ঞদের সাথে খেলতে পেরে তরুণরাও যথেষ্ট উজ্জীবিত হবে। গ্রেভের ভাষ্যমতে,
'এটি (টুর্নামেন্টটি) শুধুমাত্র খেলার মানই বৃদ্ধি করবে না বরং নির্বাচকদের মানসম্মত দল গঠনেও সাহায্য করবে। তরুণ ক্রিকেটাররা যারা ডোয়াইন ব্রাভো অথবা সুনীল নারিনদের বিপক্ষে রান করতে পারবে শেষ ওভারগুলোতে অথবা যারা ড্যারেন ব্রাভো এবং পোলার্ডকে আউট করতে পারবে তাদের প্রতি আলাদা নজর থাকবে।'
উল্লেখ্য বোর্ডের সাথে বেশ কিছুদিন থেকেই ঝামেলা চলে আসছিলো নারিন, পোলার্ড এবং ব্রাভোদের। মূলত ঝামেলার সূত্রপাত হয়েছিলো যখন তারা বিশ্বকাপের কোয়ালিফায়ারের থেকে বেশি গুরুত্ব দিয়েছিলো পাকিস্তান সুপার লীগকে (পিএসএল)।
আর কোয়ালিফায়ারে নারিনদের না খেলার সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই জাতীয় দল থেকে তাদের ব্রাত্য করে রেখেছিলো ক্রিকেট বোর্ড। এবার আবারো তাদের সামনে সুযোগ এসেছে দেশের হয়ে খেলার। এখন দেখার বিষয় এই সুযোগ তারা আদৌ কাজে লাগাতে পারেন কি না।